Primary Teacher Recruitment : পুরনো নিয়মে হবে নিয়োগ;আর প্রধান শিক্ষক নিয়োগ করবে না শিক্ষা দপ্তর।

0
wb primary teacher recruitment latest news

কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রায়ে একে একে প্রকাশ পাচ্ছে সীমাহীন দুর্নীতি,একের পর এক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে কার্যত দিশেহারা অবস্থা রাজ্য শিক্ষা দপ্তরের। গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি টেট,তার পরেই শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। তারই মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রক্রিয়ার পুরোনো নিয়ম ফেরালো রাজ্য সরকার।

এক বিজ্ঞপ্তিতে রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে এবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment In West Bengal) ক্ষেত্রে ফেরানো হবে বাম আমলের পুরাতন নিয়ম। বাম আমলের নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিতেন জেলা স্কুল পরিদর্শকরা,২০১৮ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাম আমল থেকে চলে আসা ওই নিয়মের বদল ঘটান। ওই বছর থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ অনুমোদন প্রক্রিয়ার রাশ হাতে নেয় রাজ্য শিক্ষা দপ্তর (WB Education Department)। ২০২৩ সালে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনরায় জেলা স্কুল পরিদর্শকদের হাতে আসায় নিয়োগ প্রক্রিয়ায় সহজ হবে বলেই মনে করছে শিক্ষক মহল। তাছাড়া অনেকদিন ধরেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে আছে,ফলে বিদ্যালয় গুলিতে কচি কাঁচাদের পড়াশোনার সমস্যা হচ্ছে।

(আরও পড়ুন : DA Case West Bengal : টানা দু দিন বন্ধ সকল সরকারি প্রতিষ্ঠান;পাল্টা ফরমান জারি নবান্নর)

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তাদের নৈতিক জয় বলেই মনে করছে বাম রাজনৈতিক মহল,তাদের দাবি তাদের আমলে শিক্ষক নিয়োগে যে স্বচ্চতা ছিল বর্তমান তৃণমূল সরকারের আমলে তা সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *