Ration : রমজান মাসে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা,মিলবে ছোলা,চিনি,ময়দা।

0
ramzan ration package in wb

রাজ্যের রেশন গ্রাহকদের জন্য নতুন ঘোষণা করল খাদ্য পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর নতুন এক ঘোষণাই খাদ্য দপ্তর জানিয়েছে সারা রোজার মাস জুড়েই রাজ্যের রেশন দোকানগুলিতে (Ramzan Ration Package) বাজারের থেকে কম দামে মিলবে ছোলা,চিনি,ময়দা। তবে এই রেশন সামগ্রী রাজ্যের সকল নাগরিকরা পাবেন না,কেবলমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক রেশন গ্রাহকের জন্য সরকার কতৃক বরাদ্দ করা হয়েছে বাড়তি রেশন সামগ্রী।

বর্তমানে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে রমজান মাস। রমজান মাস আসলে মুসলিম পরিবার গুলিতে খাওয়ার খরচ বেশ কিছুটা বেড়ে যায়। বিত্তবান বাড়িগুলিতে ইফতারের সময় চলে এলাহি আয়োজন। কিন্তু দরিদ্র,নিম্নবিত্ত পরিবারগুলিতে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে রকমারি পদ দিয়ে ইফতার সাজানো সাধ্যের বাইরে। সেই সকল দরিদ্র পরিবার গুলির মুখে একটু হাসি ফোটাতে বাজারদর থেকে কম দামে রেশন সামগ্রীর সঙ্গে অতিরিক্ত ছোলা,চিনি,ময়দা সরবরাহ করবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা খাদ্য দপ্তর।

(Ration Aadhaar Link : বাড়ল রেশন কার্ড-আধার কার্ডের লিঙ্কের তারিখ,জেনে নিন লাস্ট ডেট)

তবে এই অতিরিক্ত ছোলা,চিনি,ময়দা সকল ধরণের রেশন কার্ডে মিলবে না। যাদের কেবলমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড (SPHH) ক্যাটাগরির রেশন কার্ড আছে তারাই কেবল পাবেন এই অতিরিক্ত প্যাকেজর সুবিধা। ২৪ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড (SPHH) কার্ডধারী সকল পরিবারকে ৩২ টাকা কেজি দরে ১ কেজি চিনি,৪৯ টাকা কেজি দরে ১ কেজি করে ছোলা ও তার সাথে ৩০ টাকা কেজি দরে ১ কেজি ময়দা দেওয়া হবে। বর্তমানে রাজ্যে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড (SPHH) কার্ডধারী রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ৩ কোটিরও বেশী।

রেশন নিয়ে প্রায়ই ওঠে দুর্নীতির অভিযোগ। রেশন সমগ্রী কম দেওয়া,নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার মত বিস্তর অভিযোগ করতে দেখা যেত সাধারণ মানুষকে। বিগত কিছু বছর যাবত জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় দেশ তথা রাজ্যের সকল মানুষ যাতে সঠিক রেশন সামগ্রী পায় তার জন্য তৎপর রাজ্য ও কেন্দ্র সরকার। রেশন দোকানে কারচুপি রুখতে চালু হয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যোগ,যাতে করে রেশন কার্ডধারী বা তার দ্বারা মনোনীত কোন ব্যক্তির আঙ্গুলের ছাপ ছাড়া তোলা যাবে না রেশন,যাতে করে সঠিক ব্যক্তি সঠিক মাল পাবে,কমবে দুর্নীতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *