কোন রেশন কার্ডে কত করে রেশন দ্রব্য ? খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হল নতুন লিস্ট।

0
ration items list west bengal

সারাদেশ জুড়েই র মাধ্যমে সরকারের তরফ থেকে সারা বছর নাগরিকদের বিনামূল্যে বা অল্প মূল্য খাদ্যদ্রব্য,কেরোসিন ইত্যাদি সরবরাহ করা হয় থাকে,যার দ্বারা উপকৃত হন দেশের কোটি কোটি মানুষ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা খাদ্য দপ্তরের (Food & Supplies Department – Government of West Bengal) তরফ থেকে জানিয়ে দেওয়া হল ফেব্রুয়ারী মাস থেকে রাজ্যের মানুষরা কোন কার্ডে কতটা করে খাদ্যদ্রব্য পাবেন। রেশন দ্রব্য দেওয়া হয় রেশন কার্ডের ক্যাটাগরির উপর ভিত্তি করে। রেশন কার্ডের ক্যাটাগরির ভিত্তিতে কোন পরিবার বা ব্যক্তি কতটা রেশন পাবে নির্ধারণ করা হয়। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরি বা ধরণের রেশন কার্ডে কতটা করে রেশন দ্রব্য (Ration Card Food Supply) পাবেন তা জানানো হয়েছে। এই পাঁচ ক্যাটাগরির রেশন কার্ড হল অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY),বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH),অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH),RKSY1 রেশন কার্ড এবং RKSY2 রেশন কার্ড।

(Mid Day Meal Scheme : মিড ডে মিল প্রকল্পের নিয়মে বড়সড় বদল,এবার দায়িত্ব সামলাবে স্বনির্ভর গোষ্ঠী)

কোন রেশন কার্ডে কত পরিমান রেশন দ্রব্য দেওয়া হবে :

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY) : এই ক্যাটাগরির কার্ডধারী প্রতিটি পরিবার ফেব্রুয়ারী মাস থেকে ২১ কেজি চাল (বিনামূল্যে),পুষ্টিযুক্ত আটা ১৩ কেজি ৩০০ গ্রাম (বিনামূল্যে) অথবা গম ১৪ কেজি (বিনামূল্যে) ও চিনি ১ কেজি (১৩ টাকা ৫০ পয়সা/কেজি) পাবেন।

অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH) : এই ধরণের রেশন কার্ড যাদের আছে তারা মাথাপিছু ৩ কিলো করে চাল (বিনামূল্যে),পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু (বিনামূল্যে) অথবা মাথাপিছু গম ২ কেজি করে (বিনামূল্যে) পাবেন।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH) : এই ধরণের রেশন কার্ড ধারীরা মাথাপিছু ৩ কিলো করে চাল (বিনামূল্যে),পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু (বিনামূল্যে) অথবা মাথাপিছু গম ২ কেজি করে (বিনামূল্যে) পাবেন।

RKSY1 রেশন কার্ড : বিনামূল্যে ৫ কিলো করে চাল (মাথাপিছু) দেওয়া হবে।

RKSY২ রেশন কার্ড : বিনামূল্যে ২ কিলো করে চাল (মাথাপিছু) দেওয়া হবে।

বর্তমানে জাতী খাদ্য সুরক্ষা আইনে গ্রামে বসবাসরত ৭৫ শতাংশ দরিদ্র মানুষকে ও শহরের ৫০ শতাংশ দরিদ্র বাসিন্দা সরকারের তরফ থেকে রেশন সামগ্রী পেয়ে উপকৃত হয়ে থাকেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *