Duare Sarkar 2023 : ভোটের আগেই দুই দফায় দুয়ারে সরকার ? কবে কোথায় জেনে নিন।
রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান (Duare Sarkar) কর্মসূচি। বৃহস্পতিবার (১৬ মার্চ) নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী ১লা এপ্রিল থেকে চালু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার কর্মসূচি। এর মধ্যে ১ লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া হবে,তার পরের ১০ দিন অর্থাৎ ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল আবেদনকারীদের পরিষেবা প্রদান করা হবে। তবে এই ২০ দিনের মধ্যে রবিবার ও ছুটির দিনে বন্ধ থাকবে দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান (Paray Samadhan) ক্যাম্প থেকে মোট ৩২ টি সরকারি প্রকল্পের সুবিধা মিলবে।
এই ৩২ টি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার,খাদ্য সাথী,স্বাস্থ্যসাথী,ঐক্যশ্রী,মেধাশ্রী,কন্যাশ্রী,শিক্ষাশ্রী,রূপশ্রী,কৃষক বন্ধু,জাতিগত শংসাপত্র,প্রতিবন্ধী শংসাপত্র,মানবিক,তপশীলি বন্ধু,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,আধার কার্ড বিষয়ক পরিষেবা,ব্যাংক একাউন্ট সংক্রান্ত পরিষেবা,বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা,জমির পাট্টার জন্য আবেদন,জমির মিউটেশন,নতুন বিদ্যুতের সংযোগ,মৎস্যজীবী ক্রেডিট কার্ড,মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন,ভবিষ্যৎ ক্রেডিট কার্ড,আর্টিসান ক্রেডিট কার্ড,বুনন শিল্পীদের জন্য ওয়েভার ক্রেডিট কার্ড,এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার ফান্ড,বাংলা কৃষি সেচ যোজনার অধীনে সেচ কাজের জন্য আর্থিক সহায়তা প্রকল্প,ইলেকট্রিসিটি ওয়াভার,সেল্ফ হেল্প গ্রুপ ক্রেডিট কার্ড লিংকেজ,ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।
(Rastashree : ১১হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরী করবে রাজ্য সরকার,এই মাসেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী)
এর আগে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করা হয়েছিল গত বছরের নভেম্বর মাসে,যা ছিল দুয়ারে সরকার কর্মসূচির পঞ্চম সংস্করণ,যেটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলেছিল। আগের দুয়ারে সরকার কর্মসূচিতে ২৫ টি সরকারি প্রকল্পে আবেদনের সুযোগ ছিল,আসন্ন ষষ্ঠ দুয়ারে সরকার কর্মসূচিতে যা বাড়িয়ে ৩২ টি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে ৩ লাখ ৭১ হাজার দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়েছে এবং ৬ কোটি ৭৭ লক্ষ রাজ্যবাসী এই ক্যাম্পগুলি থেকে উপকৃত হয়েছেন।
রাজ্যের জনগণ যাতে করে একটি ক্যাম্প থেকে সহজেই এক বা একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা লাভের জন্য আবেদন করতে পারেন,সেই দিকে লক্ষ্য রেখে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম চালু হয় দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত সারা রাজ্য জুড়ে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। দুয়ারে সরকারের কার্যকারিতা দেখে কেন্দ্র সরকারের তরফ থেকেও মিলেছে স্বীকৃতি। ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এ মিলেছে প্ল্যাটিনাম পুরস্কার।
মে মাসে অনুষ্ঠিত হতে পারে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, মনে করা হচ্ছে তার আগে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করে গ্রাম বাংলার মানুষের মন জয় করে ভোট বৈতরণী পার করতে চাইছে সরকার ।