বিজ্ঞপ্তি জারি করে ডিএ বৃদ্ধির ঘোষণা করল সরকার;ভিক্ষা নিতে রাজি নয়,জানিয়ে দিল সরকারি কর্মচারীরা।
অবশেষে কিছুটা হলেও বাড়ল সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA)। গত ১৫ ফেব্রুয়ারী প্রকাশিত রাজ্য বাজেটে স্বষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করে সরকার। ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ায় রাজ্যের সরকারি কর্মচারীরা এবার থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন,এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করেছিল সরকার। সামনের মার্চ মাস থেকে বর্ধিত ৬ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা।
শুক্রবার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানান হয় রাজ্যের সকল সরকারি কর্মচারী,সরকারি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান,সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা,সরকার অধিগৃহীত সংস্থা,পুর নিগম,পৌরসভা,পঞ্চায়েত কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই ডিএ ( পাবেন কর্মীরা।
(আরও পড়ুন : DA Case West Bengal : টানা দু দিন বন্ধ সকল সরকারি প্রতিষ্ঠান;পাল্টা ফরমান জারি নবান্নর)
তবে এই ডিএ বৃদ্ধির ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারীদের মনে। তাদের দাবি যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছে,সেখানে তাদেরকে মাত্র ৬ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া না হলে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত ২০ ও ২১ ফেব্রুয়ারী একযোগে দুই দিনের কর্মবিরতির ঘোষণা করে সরকারি কর্মচারীদের ৩৬ টি সংগঠন। এছাড়া বিগত ৩০ দিন ধরে চলছে শহীদ মিনার চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের মধ্যে অনেক কর্মী অনশনেও শামিল হয়েছেন,তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। কিম্তু কোন অবস্থাতেই তারা পিছু হটতে রাজি নন। আগামী ১৫ মার্চ ফের সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা,তার আগে সরকারের উপর চাপ বাড়াতে নায্য পাওনার দাবিতে ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
তাদের দাবি ৬ শতাংশ ডিএ তাদের কাছে ভিক্ষা দেওয়ার সামিল। এই আবহের মধ্যেই ডিএ মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল বিধায়ক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী জানান যে লক্ষী ভান্ডার প্রকল্পে অনেক খরচা হচ্ছে,তাই সরকারি কর্মীদের ডিএ দেওয়া যাচ্ছে না।