Lakhir Bhandar News : লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট,না মানলে পাবেন না টাকা।
রাজ্যের যে সকল মহিলা লক্ষীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্পে আবেদন করেও এখনও প্রকল্পের সুবিধা পাননি,সেই সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার জেলাশাসক,এসডিও,বিডিও নিয়ে দেড় ঘন্টার উপর বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী। ওই বৈঠকে দুয়ারে সরকার প্রকল্পে কেমন সাড়া মিলছে? কোথায় কোন সমস্যা আছে কি না এবিষয়ে ওই বৈঠকে জেলাস্তরের প্রশাসনিক অধিকারীকদের থেকে জানতে চান মুখ্যসচিব।
বুধবারের বৈঠকে মুখ্যসচিব জেলাশাসকদের লক্ষীর ভান্ডার প্রকল্পে নথি সংক্রান্ত যে সকল ত্রুটি আছে তা দ্রুত নিস্পত্তির আদেশ দেন। সামনের মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সকল সরকারি পরিষেবা দেওয়ার কাজ সম্পন্ন করার কথা বলেন মুখ্যসচিব। জানা যাচ্ছে সারা রাজ্যে ২ লাখ ৬৩ হাজার ৪৭৪ টি লক্ষীর ভান্ডারের আবেদন বিনা অনুমোদনে পড়ে আছে। প্রশাসন সূত্রে জানা গেছে বিভিন্ন ত্রুটির কারণে ওই আবেদনপত্রগুলিকে অনুমোদন দেওয়া হয়নি। যার মধ্যে জাতিগত শংসাপত্রে ত্রুটি থাকার কারণে প্রায় ১৪ হাজারের উপর আবেদনপত্র অনুমোদন দেওয়া যায়নি বলে জানা গেছে।
(Duare Sarkar Camp Date 2023 : বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা,রেকর্ড সংখ্যক পরিষেবা প্রদান)
যে সকল সরকারি প্রকল্পের টাকা সরাসরি রাজ্যের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সেই সব ক্ষেত্রে সামনের ২০ এপ্রিলের মধ্যেই টাকা ট্রান্সফারের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিনের বৈঠকে কোন প্রকল্পের টাকা ঢুকলো সেই বিষয়েও আলোচনা করেন মুখ্যসচিব।
গত ৩১ মার্চ রাজ্য শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় কেবলমাত্র যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকবে কেবলমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষীর ভাণ্ডারের (Laxmi Bhandar) টাকা।
রাজ্যের নাগরিকরা একাধিক প্রকল্পের সঙ্গে নিজেদের নাম নথিভুক্ত করেন যার টাকা তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। কিন্তু টাকা ঢোকার এসএমএস গেলেও কোন প্রকল্পের টাকা ঢুকলো তা এসএমএসে নির্দিষ্ট করে লেখা থাকে না। ভবিষ্যতে যাতে কোন প্রকল্পের টাকা ঢুকলো তা এসএমএসে লেখা থাকে সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এবিষয়ে সরকার ব্যাঙ্কগুলির সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে পারে বলে খবর।
রাজ্যের প্রশাসনের কর্তাদের তৎপরতা দেখে অনেকেই মনে করছেন মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত ভোট,তার আগে সরকারি পরিষেবা পৌঁছে দিয়ে জনমানসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় সরকার।