Apon Bangla Card : প্রবাসী বাঙালিদের জন্য বিশেষ কার্ড,খুলবে বিনিয়োগের রাস্তা?

0
apon bangla portal for nri bengali's

রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর জোর দেওয়ার কথা বললেও কার্যক্ষেত্রে এখনো পর্যন্ত সেভাবে তার প্রতিফলন দেখা যায়নি। এই নিয়ে প্রায়শই রাজ্যের বিরোধী দলগুলি সরকারের সমালোচনা করে থাকে। এবার থেকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাঙালিদের সক্রিয় ভাবে অংশগ্রহণের জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। ২১ ফেব্রুয়ারী কলকাতার দেশপ্রিয় পার্কে রাজ্য সরকার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান থেকে এই নতুন পোর্টালের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোর্টালটির নাম দেওয়া হয়েছে ‘আপন বাংলা‘ (Apon Bangla Portal)।

আপন বাংলা পোর্টাল চালুর উদ্দেশ্য :

যে সকল বাঙালী বিদেশে থেকেও বাংলার জন্য কিছু করতে চান মূলত সেই সকল প্রবাসী বাঙালির কথা মাথায় রেখে চালু করা হয়েছে ‘টু কমিউনিকেট টু কানেক্ট’ পোর্টালটি। প্রথম ধাপে বিশ্বের যে কোন প্রান্তে থাকা বাঙালিরা এই আপন বাংলা পোর্টালে এসে নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদন করবেন। এই পোর্টালে আবেদন করার জন্য আবেদনকারীকে নাম,জন্ম তারিখ,পাসপোর্টের বিবরণ,মোবাইল নাম্বার,ইমেইল আইডি,বর্তমান ঠিকানা,পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ঠিকানা,আবেদনকারীর পশ্চিমবঙ্গে বসবাসরত পরিবারের বিবরণ নথিভুক্ত করতে হবে। ডকুমেন্টস হিসাবে লাগবে ফটো,সই,ঠিকানার প্রমানপত্র,পাসপোর্ট।

সঠিক তথ্য দিয়ে নথিভুক্ত হলে মিলবে ‘আপন বাংলা’ কার্ড। এই কার্ডকে প্রবাসী বাঙালিদের পৃথক পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে প্রবাসী বাঙালিদের জন্য চালু করা হবে বাংলা সহায়তা কেন্দ্র।

(আরও পড়ুন : Krishak Bandhu Status Check : দেখে নিন নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস)

আপন বাংলা কার্ড থাকলে কি সুবিধা মিলবে :

এই আপন বাংলা কার্ডের মাধ্যমে প্রবাসী বাঙালিরা কলকাতা আন্তর্জাতিক বইমেলা,কলকাতা চলচ্চিত্র উৎসব যোগদানে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারবনে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসে দিতে পারবেন বিনিয়োগের প্রস্তাব। এছাড়াও রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দানের ক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রবাসে বসবাসরত বাঙালিরা নিজের মাতৃভূমির সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পেলে অনেকেই রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহী হবেন বলে মনে করছে নবান্ন। এছাড়া আপন বাংলা পোর্টালের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পে সম্ভাবনার কথাও তাদের সামনে তুলে ধরা হবে। এই পোর্টালটি সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আপন বাংলা পোর্টালটি প্রবাসী বাঙ্গালীদের জন্য যারা বিদেশে থেকেও বাংলার বিষয়ে অনেক কিছু জানতে চান,বাংলার জন্য কিছু করতে চান। এখন দেখার নতুন এই পোর্টালের মাধ্যমে প্রবাসী বাঙালিদের হাত ধরে রাজ্যে বিনিয়োগের খরা কতটা কাটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *