Mid Day Meal Scheme : মিড ডে মিল প্রকল্পের নিয়মে বড়সড় বদল,এবার দায়িত্ব সামলাবে স্বনির্ভর গোষ্ঠী।
রাজ্যে জুড়ে মিড ডে মিল প্রকল্পের নিয়মে বড়সড় বদল করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আর স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মিড ডে মিলের খরচের হিসাব রাখতে হবে না। জানা যাচ্ছে এবার থেকে মিড ডে মিলের খাবার যেমন চাল,ডাল,সব্জি,রোজকার ফল,খাবার দেওয়ার বাসনপত্র ইত্যাদি কেনাকাটা ও খরচের হিসাব রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে থাকা প্রতিটি ব্লকের সকল মহা সংঘগুলিকে। সামনের এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম রাজ্যের প্রত্যেক জেলার চার-পাঁচটি ব্লকে প্রথমে পাইলট প্রকল্প হিসাবে শুরু করা হবে। পরবর্তীকালে পাইলট প্রকল্পে সাফল্য এলে রাজ্যের বাকি ব্লক গুলিতে এই নিয়ম চালু হবে। এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর অতি শীঘ্রই রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে আলোচনা করে গাইডলাইন প্রকাশ করবে। শুক্রবার (৩ মার্চ) নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব সংশ্লিষ্ট জেলার অধিকারীকদের দ্রুত স্বনির্ভর গোষ্ঠীর অধীনে থাকা মহাসংঘ গুলির উপযুক্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন।
(Mid Day Meal : ডিম,রকমারি সব্জির পর এবার পাতে পড়বে মুরগির মাংস,মরসুমি ফল)
পশ্চিমবঙ্গে প্রায়শই মিড ডে মিল নিয়ে শোনা যায় দুর্নীতি থেকে শুরু করে খাবারের মান নিয়ে অভিযোগ। এ নিয়ে কেন্দ্রের কাছে নালিশ জানায় রাজ্য বিজেপি নেতৃত,যার পরিপেক্ষিতে রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal) পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে কেন্দ্রের তরফ থেকে পাঠানো হয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারা রাজ্যের বিভিন্ন স্কুলে গুলিতে ঘুরে দিল্লি ফিরে গিয়ে কেন্দ্র সরকারকে রিপোর্ট দেয়। তবে সেই রিপোর্টে তারা রাজ্যের মিড ডে মিল ব্যবস্থা নিয়ে অসন্তোষজনক কিছু জানায়নি বলেই খবর। জানা যাচ্ছে চলতি মার্চ মাসে ফের নতুন করে অডিট টিম পাঠাতে চলেছে কেন্দ্র সরকার। এই কেন্দ্রীয় অডিট টিম মিড ডে মিলের খরচের হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয় ক্ষতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে। তারই মধ্যে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মিড ডে মিলের শেষ তিন বছরের ক্যাগ অডিটের নির্দেশ দিয়েছে। ফের কেন্দ্রীয় টিম পাঠানো,ক্যাগ অডিট কেন্দ্র রাজ্য সংঘাত আরও তীব্র করবে বলেই মনে করা হচ্ছে।
(কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছানোর আগে মিড ডে মিল প্রকল্পে দেওয়া হল নতুন ১০টি নির্দেশিকা।)
তবে কেন্দ্রীয় অডিট টিম আসার আগেই রাজ্য সরকারের মিড ডে মিলের দায়িত্ব থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অব্যাহতি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীদের হাতে তুলে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।