Centralized Admission Portal : কলেজে ভর্তি হবে নয়া নিয়মে,কেন্দ্রীয় পোর্টাল আনছে সরকার।

0
centralized college admission portal

আর কিছু দিন পরেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। ফলাফল প্রকাশের পরই শুরু হয়ে যাবে রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া। প্রতি বছর রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইন মাধ্যমে কলেজের নিজস্ব পোর্টাল থেকে। কিন্তু এবার থেকে বদলে যাচ্ছে ভর্তি প্রক্রিয়া। সামনের শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের (Centralized Admission Portal) মাধ্যমে।

একটিমাত্র পোর্টাল থেকেই অনলাইনে রাজ্যের সকল কলেজে আবেদন করা যাবে। সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন মিলেছে। যার ফলে একটি পোর্টালের মাধ্যমে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় আর কোন বাধা রইল না। যদিও রাজ্য সরকারের তরফ থেকে গত বছর থেকেই একটি পোর্টালের মাধ্যমে ছাত্র ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকাঠামোর অভাবে পিছিয়ে যায় পরিকল্পনা।

(Smart Card Driving Licence : এবার লাইসেন্স হবে প্লাস্টিকের;চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স)

কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন (Online College Aadmission) পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হলে ভর্তি নিয়ে দুর্নীতি অনেকটাই কমবে বলে মনে করছে শিক্ষামহল। বিগত বছরগুলোতে প্রায়ই ছাত্র সংসদগুলির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পড়ুয়া ভর্তির অভিযোগ উঠত। এমনকি মেধা তালিকায় নাম থাকা যোগ্য পড়ুয়ায় পরিবর্তে টাকার বিনিময়ে তালিকায় নীচের দিকে থাকা পড়ুয়া ভর্তির ঘটনাও শোনা যেত প্রায়। এই সব ভর্তি সংক্রান্ত দুর্নীতি রুখতে প্রথমে চালু করা হয় কলজের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি। তারপরও দুর্নীতির অভিযোগ ওঠায় একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে পড়ুয়া ভর্তির চিন্তা ভাবনা শুরু করে সরকার।

মনে করা হচ্ছে একটি পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে একদিকে যেমন কমবে দুর্নীতি অন্যদিকে সুবিধা হবে ছাত্রছাত্রীদের। একটি পোর্টালের সাহায্যে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেলে প্রত্যেক কলেজের জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হবে না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলির ক্ষেত্রে একটিই মেধা তালিকা প্রকাশ করা হবে,যার উপর ভিত্তি করে সম্পন্ন হবে ছাত্র ভর্তির প্রক্রিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *