ICDS Recruitment : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ,তাড়াতাড়ি আবেদন করুন।

0
icds anganwadi recruitment 2023

রাজ্যে নতুন চাকরির জন্য বিজ্ঞপ্তি বের করলো পশ্চিমবঙ্গ সরকার। এবার কোচবিহার জেলায় আই সি ডি এস (ICDS Recruitment) অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করবে সরকার। এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম :

আই সি ডি এস অঙ্গনওয়াড়ী কর্মী (ICDS Anganwadi Karmi) এবং আই সি ডি এস অঙ্গনওয়াড়ী সহায়িকা (ICDS Anganwadi Helper)। এই দুই পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

আই সি ডি এস অঙ্গনওয়াড়ী কর্মী পদের জন্য আপনাকে সরকারি স্বীকৃতি যেকোনো বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। আই সি ডি এস অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের আবেদনের জন্য যেকোনো সরকারি স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।

আবেদনের বয়স :

এই দুটি পদে আবেদনের জন্য ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এই ক্ষেত্রে কিছুটা ছাড় পাবে।

বেতন :

আই সি ডি এস অঙ্গনওয়াড়ী কর্মী (ICDS Anganwadi Karmi) পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৮২৫০ টাকা করে।

আই সি ডি এস অঙ্গনওয়াড়ী সহায়িকা (ICDS Anganwadi Helper) পদের বেতন ৬৩০০ টাকা করে।

উভয় পদের মাসিক বেতন পরবর্তী সময়ে বাড়ানো হবে।

(SSC GD 2023 Result : জেনে নিন কিভাবে দেখবেন পরীক্ষার রেজাল্ট)

আবেদন পদ্ধতি :

এই পদে প্রথমে অনলাইন এবং তার পরে অফলাইনে আবেদন করতে হবে।

অনলাইন পদ্ধতি :

১)এই লিঙ্কে ক্লিক করে click করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

২) এবার প্রয়োনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

৩) এর পরে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে বলা হবে। এই ফর্মে নাম,বাবার অথবা স্বামীর নাম, ঠিকানা,জন্ম তারিখ, লিঙ্গ,বয়স,ইমেল আইডি,ফোন নাম্বার,শিক্ষাগত যোগ্যতা এবং যে পদের জন্য আপনি আবেদন করছেন সেই পদটি বেছে নিন,এবার নেক্সট অপশনে ক্লিক করুন।

৪) এবার আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং সাবমিট করে দিন।

৫) অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট বের করে সেটিকে নিজের কাছে রেখে দিন।

অফলাইনে আবেদন :

অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মে সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট একটি করে জেরক্স করে একটি খামের মধ্যে ভরুন। খামের উপরে যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেই পদটি লিখে কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি :

১) প্রথমে সমস্ত আবেদনকারীর মধ্যে যোগ্যতা হিসেবে একটি ছোট লিস্ট করা হবে।

২) এই লিস্টে থাকা প্রার্থীদেরকে প্রথমে একটি ৯০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

৩) এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কে ১০ নম্বরের একটি ইন্টারভিউ পরীক্ষার জন্য ডাকা হবে।

৪) শেষে লিখিত ও ইন্টারভিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি লিস্ট বের করা হবে। এই লিস্ট থেকে যোগ্যদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনের শেষে তারিখ:

এই পদে আবেদন করার শেষ তারিখ ১৭ এপ্রিল,২০২৩।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *