Summer Vacation 2023 Guidelines : গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের যেতে হবে হাসপাতাল,ব্যাঙ্কে;নয়া নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের।

0
summer vacation 2023 guidelines

স্কুলে আসন্ন গ্রীষ্মবকাশ বা গ্রীষ্মের ছুটি (Summer Vacation) নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। পড়ুয়াদের কেবলমাত্র বই-খাতার মধ্যে আবদ্ধ না থেকে স্বকীয় চিন্তা ভাবনা তৈরীর পরিসর করে দিতেই স্কুল শিক্ষা দপ্তরের এই উদ্যোগ বলে জানা গেছে। পড়ুয়ারা যাতে আরও বেশি করে প্রকৃতির কাছাকাছি থাকতে পারে এবং সেখান থেকে আগামীতে চলার আত্মবিশ্বাস অর্জন করতে পারে তারই জন্যই শিক্ষা দপ্তরের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) অনুকরণেরই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতিতে পড়ুয়াদের হাতেকলমে শিক্ষার উপর বেশি জোর দেওয়া হয়।

কি রয়েছে ওই নির্দেশিকায়? নির্দেশিকা অনুযায়ী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভিন্ন ভিন্ন প্রকল্প সম্পূর্ণ করতে হবে। পঞ্চম ও স্বষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রকৃতি পর্যবেক্ষণ করবে ও তা নিয়ে লিখবে। তবে লেখা হতে হবে নিজস্ব,এর জন্য তাদেরকে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে যার মধ্যে তারা প্রকৃতি নিয়ে গবেষণা করবে। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে তিন কিলোমিটারের মধ্যে কোন বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করবে। ওই বিজ্ঞান কেন্দ্র বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাত্রছাত্রীরা যা শিখবে তার উপর নির্ভর করে কাজ করতে হবে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠানো হবে নিকটবর্তী গ্রন্থাগার,কলেজ,হাসপাতাল,ব্যাঙ্ক, বা হস্তশিল্প কেন্দ্রগুলিতে। এই সকল স্থানে তাদেরকে ৫-৭ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে,যা ছাত্রছাত্রীদের আগামীতে পেশাগত জীবনে সাহায্য করবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও একই ধরণের প্রজেক্টে কাজ করবে বলে শিক্ষা দপ্তরের ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

(Bankura University Recruitment : ৩০০ টাকায় ‘সিভিক অধ্যাপক’ নিয়োগ বিজ্ঞপ্তি,কি বললেন শিক্ষামন্ত্রি?)

স্কুল শিক্ষা দপ্তর (School Education Department) আরও জানিয়েছে কোন পড়ুয়াকে প্রজেক্ট দেওয়ার আগে দেখা হবে পড়ুয়ার পছন্দের বিষয়। কোন পড়ুয়ার যদি কোন নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে তবে পড়ুয়ার পছন্দ অনুযায়ী প্রজেক্ট দেওয়া হবে যাতে করে সে প্রজেক্ট সম্পূর্ণ করতে আরও উৎসাহ পায়। এই সম্পূর্ণ প্রকল্পের তদারকির দায়িত্ব শিক্ষা দপ্তরের অধিকারিকদের পাশাপাশি ওই এলাকার বিডিও ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের উপর বর্তাবে।

এবছর মধ্যশিক্ষা পর্ষদ কতৃক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মের ছুটি ধার্য করা হয়েছে ১০ দিন (২৪ মে থেকে ৪ জুন)। তবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গ্রীষ্মে তাপপ্রবাহের পরিমান বেশি হলে পরিস্থিতি অনুযায়ী ছুটি বৃদ্ধি করে পর্ষদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *