Four Year Graduation Degree : এবার থেকে চার বছরে মিলবে গ্রাজুয়েশন ডিগ্রি।
এবার রাজ্যের স্কুল পরবর্তী শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বিরাট বদল। এবার থেকে রাজ্যের কলেজ গুলোতে আর তিন বছর নয়,চার বছর পড়াশোনার পর মিলবে স্নাতকের ডিগ্রী (Graduation Degree)।
বর্তমানে রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,তা শেষ হলে আগামী শিক্ষাবর্ষ অথাৎ জুলাই মাস থেকে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়ায় এই নিয়ম কার্যকর করা হবে। বর্তমানে জাতীয় শিক্ষা নীতিকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে চিঠি পাঠিয়ে স্নাতক স্তরের পাঠক্রম পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। ওই চিঠিতে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসির (UGC) সকল নির্দেশিকা মেনে পাঠক্রম তৈরী করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রের বর্তমান জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) অনুযায়ী সারা দেশ জুড়ে চালু হয়েছে চার বছরের স্নাতক স্তরের কোর্স। সেই পথে এবার পা বাড়ালো রাজ্য শিক্ষা দপ্তর। যদিও প্রথমদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় তখন এরাজ্যে তা লাগু করতে আগ্রহ দেখায়নি রাজ্য সরকার।
(Civic Volunteer Teacher : সিভিক শিক্ষক প্রকল্পে নয়া আপডেট দিল বাঁকুড়া পুলিশ)
জানা গেছে রাজ্যের মুখ্যসচিব রাজ্যের শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠকে বসেন। ওই বৈঠকে রাজ্য শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জাতীয় শিক্ষানীতি মেনে চলার উপর সুপারিশ করেন। কারণ হিসাবে তারা জানান জাতীয় শিক্ষা নীতি অগ্রাহ্য করে রাজ্য শিক্ষা নীতি প্রণয়ন করলে ভবিষ্যতে রাজ্যের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে গেলে সমস্যাই পড়বে রাজ্যেরই পড়ুয়ারাই। এছাড়াও পরবর্তীতে ইউজিসি কতৃক প্রদত্ত অনুদান পেতে সমস্যায় পড়তে পারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে।
তারপর সকলদিক বিবেচনা করে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী কার্যকর করা হবে বলে জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর। যদিও স্নাতকোত্তর স্তরে কোন পরিবর্তনের কথা এখনও জানায়নি রাজ্যশিক্ষা উচ্চ শিক্ষা দপ্তর।
উচ্চ শিক্ষা দপ্তর আরও জানিয়েছে এবছর থেকে রাজ্যের কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। গত বছর থেকেই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্যোগ নিয়েছিল শিক্ষা দপ্তর কিন্ত শেষ মুহূর্তে রাজ্যের সব কলেজে এক পোর্টালের মাধ্যমে ভর্তির উপযুক্ত পরিকাঠামো না থাকায় পরিকল্পনা স্থগিত রাখে দপ্তর।