Used Car : পুরোনো গাড়ি কেনা বেচার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

0
used car buying rules

রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুস্থ রাখতে একাধিক নির্দেশিকা জারি করা হয় রাজ্য পরিবহন দপ্তরের (WB Transport Department) তরফ থেকে। রাজ্যের মানুষ যাতে হয়রানির স্বীকার না হয় তার জন্য পরিবহন বিষয়ে কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে সরকার। তাই এবার গাড়ি ক্রয় বিক্রয় নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হলো। অনেকেই আছেন যারা পুরোনো গাড়ি ক্রয় ও বিক্রয় করেন। আবার অনেক সংস্থা আছে যারা এই ধরনের ব্যবসা করে থাকে। এই নির্দেশিকা বিশেষ করে তাদের জন্যই।

পরিবহন দপ্তরের নির্দেশিকা :

এতে বলা হয়েছে, এবার থেকে যে কোনো পুরোনো গাড়ি (Used Car) ক্রয় বিক্রয়ের বিষয়ে যাবতীয় তথ্য সরকারকে জানতে হবে। আর যে সব সংস্থায় এই বেচাকেনার কাজ করে তাদেরকে সরকারি লাইসেন্স প্রাপ্ত হতে হবে। আর কোনো ব্যক্তি যদি ওই সংস্থাকে পুরোনো গাড়ি বিক্রি করে তাহলে বিক্রি করার পরে বিক্রেতার উপরে কোনো ধরনের দায়ভার থাকবে না। সম্পূর্ন দায় যাবে ওই সংস্থার উপরেই।

আর সংস্থার কাছে কোনো পুরোনো গাড়ি বিক্রির পরে যতক্ষন না সেই গাড়ি পুনরায় কেউ ক্রয় করছে ততক্ষন ওই গাড়ির যাবতীয় তথ্য ও কাগজপত্র সরকারের কাছে জমা দিতে হবে।

গাড়ি বেচা কেনার ক্ষেত্রে উভয় ব্যক্তির মধ্যে লিখিত আকারে একটি চুক্তি হবে। যেখানে গাড়ি বিক্রির পরে সম্পূর্ণ দায় ক্রেতার উপরে থাকবে।

এই নিয়মের আগে অব্দি পুরোনো গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতো না। কিন্তু বিগত কিছু সময়ে নানান জালিয়াতি ও প্রতারণার ঘটনা সামনে আসার কারণে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে।

(Tata Nano EV : নতুন রূপে পুনরায় ভারতের বাজারে আসছে টাটা ন্যানো)

গাড়ি কেনা বেচার বিষয়ে লক্ষ্য রাখার জন্য পশ্চিমবঙ্গে প্রায় ৫৫ জন আরটিও কে দায়িত্ত্ব দেওয়া হয়েছে। তারাই এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে পরিচালনা করবে।

গাড়ি ক্রয় বিক্রয় ব্যবসার সাথে যুক্ত সংস্থা গুলিকে ২৯ এপ্রিলের মধ্যে সরকারি লাইসেন্স গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এই সংস্থা গুলি প্রতি মাসে পুরোনো গাড়ি ক্রয় বিক্রয়ের যাবতীয় তথ্য লিখিত ও ডিজিটাল আকারে সরকারকে জমা দেবে। মানুষ যাতে সরকারি লাইসেন্স আছে এমন সংস্থার থেকে গাড়ি কেনে সেই বিষয়েও লক্ষ রাখতে বলা হয়েছে। যে কোনো ধরনের জালিয়াতি ধরা পরলে জরিমানা ও আইনত শাস্তির মুখে পরতে হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *