Driving License : এপ্রিল থেকে চিপযুক্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাবেন রাজ্যবাসি।

driving license in wb

এবার গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবস্থাকে আরও উন্নত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। নতুন এই ব্যবস্থায় মাধ্যমে আপনি পাবেন নতুন ধরনের ড্রাইভিং লাইসেন্স (Driving Ricense) ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি)। কাগজের ঝামেলা থেকে মুক্তি দিতে এবার আসছে কার্ড ব্যবস্থা অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (RC) যাবতীয় তথ্য থাকবে কার্ডের মধ্যে। শুধু তাই নয় ওই কার্ডে মধ্যে কিউ আর (QR Code) কোড ও চিপসেটও থাকবে।

এই বিষয়ের রাজ্যের পরিবহন দপ্তর জানিয়েছে,তারা কেন্দ্র সরকারে নির্দেশ অনুযায়ী নতুন এই ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate of Vehicle) তৈরির কাজ খুব দ্রুত চালু করা হবে। সামনের বছরই থেকেই গাড়ির চালক ও মালিকরা এই কার্ড হাতে পেয়ে যাবেন। এই বিষয়ে রাজ্য সরকার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এই সংস্থার উপরেই কার্ড তৈরির দায়িত্ব দিয়েছে সরকার। যারা নতুন আবেদন করবেন তাদের সম্পূর্ণ তথ্য আগে অনলাইনে নথিভুক্ত করা হবে। এর পরে এই কার্ড তৈরির প্রক্রিয়া চালু হবে। তবে এই বিষয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাজ্য পরিবহন দপ্তরের উপরে।

(West Bengal bs6 Vehicles Registration : রেজিস্ট্রেশন বন্ধের ঘোষণা করল পরিবহন দপ্তর,জানুন বিস্তারিত)

নতুন এই কার্ড বানাতে খরচার বিষয়ে পরিবহন দপ্তর জানিয়েছে,এখন যা মূল্য দিতে হয় ড্রাইভিং লাইসেন্স বানাতে তার থেকে আর ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হয়ে গেলে মাত্র ৭ দিনের মাথায় আবেদনকারী লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। কুরিয়ারের মাধ্যমে কার্ডটি আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র নিয়ে প্রায় ঝামেলায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই বিষয়ে প্রায় অভিযোগ জমা পরে সরকারের কাছে। অনেকেই দুর্নীতির স্বীকার হয়ে থাকেন আবার পুলিশের কাছে প্রমাণ দিতে গিয়েও ঝামেলায় পরেন। নতুন এই কার্ড ব্যবস্থা চালু হলে এই সব ঝামেলা গুলি মিটে যাবে বলে মনে করছে পরিবহন দপ্তর। এর জন্য কলকাতার বেলতলা মোটর ভেইকেল অফিসে একটি কার্যালয় লয় খোলা হবে। এই কার্যালয় থেকে সাধারণ মানুষ লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত কাজ আপাতত এই কার্যালয় থেকেই চালু হবে। এই প্রক্রিয়ায় আরও নানা সুবিধা পাবেন সাধারণ মানুষ।

কিছু দিন আগেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জনবহুল এলাকায় দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার বিশেষ পদক্ষেপ ও নির্দেশিকা জারি করে। প্রথম নির্দেশিকায় বলা হয় ১৫ বছরের পুরোনো সমস্ত গাড়িকে বাতিল করা হবে আর দ্বিতীয় নির্দেশিকায় ব্জানান হয় কলকাতা ও হাওড়ায় শুধুমাত্র বিএস৬ (BS6) গাড়ি চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *