Smart Card Driving Licence : এবার লাইসেন্স হবে প্লাস্টিকের;চালু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স।

0
smart card driving licence west bengal

এবার ড্রাইভিং লাইসেন্স নিয়মে পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরে তরফ থেকে নতুন একটি নির্দেশিকার জারি করা হয়েছে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স প্লাস্টিকের কার্ডের আকারে দেওয়ার কথা ঘোষণা করেছে যেখানে এই প্লাস্টিকের কার্ডের মধ্যে কিউ কোড (QR Code) দেওয়া থাকবে। সামনের মে মাসে মধ্যেই এই কার্ড দেওয়ার কাজ শুরু হয়ে হবে বলে জানিয়েছে। প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে রেজিস্ট্রেশনটিও কার্ড আকারে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এর আগে অবশ্য কাগজের আকারেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছিল। যানবাহনের জন্য আলাদা আলাদা কাগজ নিয়ে ঘুরে বেড়ানো অসুবিধার বিষয়। তাই এক কার্ডে মধ্যেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশন ইত্যাদি মজুত থাকবে। ফলে এটি বহন করতে সুবিধা হবে এবং ট্রাফিক পুলিশের কাছে দেখাতেও সুবিধা হবে।

(Lakhir Bhandar News : লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট,না মানলে পাবেন না টাকা)

বিগত কিছু সময়ে নানান ঝামেলার ঘটনা সামনে আসছিল। লাইসেন্সের বিষয়ে গাড়ির ড্রাইভারের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসার ঘটনা ছিল নিত্যদিনের বিষয়। অনেক আবার গাড়ির উপযুক্ত কাগজ না দেখাতে পারার জন্য জরিমানার মুখে পড়ছিলেন।

এই বিষয়ে পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেছেন,এই স্মার্ট কার্ড (Smart Card Driving Licence) পদ্ধতির ফলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং হয়রানির হাত থেকে রেহাই পাবে। পরিকল্পনা মাফিক এই কার্ড ব্যবস্থা সামনের মাস থেকে জোর কদমে চালু করা হবে। এই বিষয়ে রাজ্যের RTO অফিসে ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গেছে। সামনের ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজ্যে ট্র্যাকিং ডিভাইস বসানোর কাজ দ্রুত গতিতে চলছে। সরকার চাইছে যতো দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে। যাত্রী বহনকারী ও পণ্য বহনকারী উভয় গাড়ির ক্ষেত্রেই এই ট্র্যাকিং ডিভাইসটি বসানো বাধ্যতা মূলক বলে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *