TET 2022 OMR Review : শুরু হল পুনর্মূল্যায়নের আবেদন;কিভাবে,কবে? জেনে নিন।

0
TET 2022 OMR Review

টেট পরীক্ষা নিয়ে কোনওরকম ফাঁকফোকর রাখতে চায় না পর্ষদ। সেই লক্ষ্যে এবার টেট পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাইয়ের সুযোগ দিতে নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩ মার্চ (শুক্রবার) বিকেল পাঁচটা থেকে ১০ মার্চ (শুক্রবার) মধ্যরাত্রি পর্যন্ত স্ক্রুটিনি ও রিভিউের (TET 2022 Scrutiny Date) জন্য আবেদন জানানো যাবে। এই স্ক্রুটিনি ও রিভিউের জন্য আবেদন কেবলমাত্র টেট উত্তীর্ণরাই নন,টেট পরীক্ষায় অংশগ্রহণকারি সকল পরীক্ষার্থীরা জানাতে পারবেন। স্ক্রুটিনির আবেদন জানানোর জন্য টেট পরীক্ষার্থী পিছু এক হাজার টাকা করে ফি ধার্য করা হয়েছে। এই টাকা পর্ষদ নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

জেনে নিন কিভাবে স্ক্রুটিনির জন্য আবেদন জানাবেন :

  • পরীক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org এ আসতে হবে।
  • হোমপেজে TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) (FOR CLASSES I TO V, PRIMARY) তে ক্লিক করতে হবে।
  • পরের পেজে Teacher Eligibility Test, 2022 (TET-2022) অপশনে ক্লিক করতে হবে।
  • পরের পেজে নিচের দিকে Apply For PPS/PPR (TET 2022) তে ক্লিক করতে হবে।
  • পরের পেজে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর,জন্ম তারিখ দিয়ে Apply For PPS/PPR বাটনে ক্লিক করে ১০০০ টাকা দিয়ে স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করা যাবে।

(আরও পড়ুন : Primary TET Interview : আর এক দফার বিজ্ঞপ্তি প্রকাশ,ছয় জেলাকে ডাক)

প্রায় পাঁচ বছর পর গত বছর ১১ ডিসেম্বর সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় টেট ২০২২। মোট ৬ লাখ ২০হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। পরীক্ষা হওয়ায় দুই মাসের মাথায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মত মেধা তালিকা প্রকাশ করে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে পর্ষদ। প্রথম দশে স্থান পায় ১৭৭ জন। তার সঙ্গে পর্ষদ এও জানিয়ে দেয় এই রেজাল্টের সঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কোন যোগ নেয়,প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আলাদা ভাবে বিজ্ঞপ্তি বেরোবে এবং তাতে আলাদা ভাবে আবেদন করতে হবে। টেট রেজাল্ট প্রকাশের পর্ষদের প্রায় ২০দিন পর নতুন করে উত্তর পত্র যাচাইয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *