Primary TET : একসাথে শেষ ছয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

0
primary tet interview

শেষ ছয় দফা টেট ইন্টারভিউয়ের (TET Interview) তারিখ প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ২৩শে মার্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে দশম দফা থেকে শুরু করে পঞ্চদশ দফার ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী ১২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ছয়টি জেলায় ছয় দফায় চলবে ইন্টারভিউ প্রক্রিয়া।

দফাজেলাইন্টারভিউ তারিখ
দশমমালদা১২ এপ্রিল ও ১৩ এপ্রিল
একাদশমুর্শিদাবাদ১৯ এপ্রিল,২০ এপ্রিল ও ২৪ এপ্রিল
দ্বাদশউত্তর চব্বিশ পরগনা২৫ এপ্রিল,২৬ এপ্রিল ও ২৭ এপ্রিল
ত্রয়োদশহুগলী২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল
চতুর্দশদক্ষিণ চব্বিশ পরগনা২ মে,৩ মে,৪ মে
পঞ্চদশপুরুলিয়া৬ মে ও ৮ মে

এই বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিন আগে গত ২১ শে মার্চ নবম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দফায় কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ডাকা হবে,ইন্টারভিউয়ের তারিখ ৩০ মার্চ,৩১ মার্চ,১ এপ্রিল,৩ এপ্রিল। এর আগে ৮ দফা ইন্টারভিউ নেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ করেছে পর্ষদ। এবার ছয় দফায় বাকি জেলার প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে চায় পর্ষদ। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন সামনের মে মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল।

(Nominee In Ration Card : আর লাইন দিতে হবে না রেশন দোকানে,বাড়িতে বসেই মিলবে রেশন)

ইন্টারভিউ প্রার্থীরা ইন্টারভিউয়ের কল লেটার https://www.wbbpeonline.com/Dashboard/ ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

ইন্টারভিউ দিতে আসার আগে ইন্টারভিউ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলো অরিজিনাল ও এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স অবশ্যই নিয়ে আসতে হবে।

  1. টেট পরীক্ষার এডমিট কার্ড
  2. টেট কোয়ালিফিকেশনের ডাউনলোড করা ডকুমেন্ট
  3. মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র)
  4. মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
  5. উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  6. 2 বছর D.EL.ED কোর্স কিংবা B.ED কোর্স অথবা সমমানের কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট
  7. স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট এবং সার্টিফিকেট (যদি থাকে)
  8. কাস্ট সার্টিফিকেট (ST/SC/OBC-A/OBC-B)
  9. PHD সার্টিফিকেট (যদি থাকে)
  10. Exempted Category সার্টিফিকেট (যদি থাকে)
  11. Ex Servicemen সার্টিফিকেট (যদি থাকে)
  12. ফার্স্ট এনগেজমেন্ট লেটার (যেখানে প্রযোজ্য)
  13. D.P.O./S.D.O. দ্বারা ইস্যু পার্শ্ব শিক্ষক তথা Para Teacher দের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট,Age Relaxation সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য)
  14. কো কারিকুলার সম্পর্কিত ডকুমেন্ট তথা সার্টিফিকেট (যদি থাকে)
  15. ভোটার কার্ড অথবা আধার কার্ড
  16. সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটো (এক কপি)
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *