TET Certificate : চলতি মাসে মিলবে টেট সার্টিফিকেট,বড় ঘোষণা পর্ষদের।
বিগত বছরগুলোতে টেট নিয়ে চলেছে সীমাহীন দুর্নীতি। বর্তমানে দুর্নীতির দায়ে জেল খাটছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে তৎকালীন প্রাথমিক পর্ষদের সভাপতি। এরই মধ্যে টেট উত্তীর্ণদের জন্য বড় খবর। এবার ২০১৪ সালের সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের দেওয়া হবে টেট পাশের সার্টিফিকেট। প্রাথমিক শিক্ষা সংসদের (WBBPE) পক্ষ থেকে টেট পাশের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামী ৩০ এপ্রিলের মধ্যে টেট পাশের সার্টিফিকেট দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে।
(DA Case Update In West Bengal Today : আজ কি রায় দিল সুপ্রিম কোর্ট ? পড়ে নিন সর্বশেষ আপডেট)
গত শুক্রবার প্রাথমিক টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার হাজিরা দিতেই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন পর্ষদ সভাপতি। এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতির কাছে জানতে চান ২০১৪ সালের টেট সার্টিফিকেট (TET Certificate) দিতে দেরি হচ্ছে কেন? জবাবে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান ২০১৪ সালের টেট সার্টিফিকেট দিতে গেলে বড় অঙ্কের টাকা খরচ হবে। যার পাল্টা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন ‘আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য আইনজীবি ভাড়া করতে পারছেন,আর টেট সার্টিফিকেট দেওয়ার খরচ করলে সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করুন’। বিচারপতি পর্ষদ সভাপতিকে ভৎসনা করে আরও বলেন ‘মানিক বাবুর জুতোয় পা গলাবেন না’। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেন পর্ষদ সভাপতি।
(Biometric Attendance : দিতে হবে মুখের ছবি ও আঙ্গুলের ছাপ,চালু হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম)
গত বছর ১১ ডিসেম্বর প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছিল টেট পরীক্ষা ২০২২ (TET Exam 2022) । মোট ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৬ লাখ ২০ হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসে। টেট পাশ করে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়ার ৬০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ।