TET Interview : নতুন করে টেট ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ।

0
tet interview date

ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের (TET Interview) তারিখ পরিবর্তন করল প্রাথমিক শিক্ষা সংসদ। গত ৩ এপ্রিল সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তিন দফার ইন্টারভিউয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। যদিও ইন্টারভিউ তারিখ পরিবর্তনের কোন কারণ জানায়নি সংসদ।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে দশম,একাদশ ও দ্বাদশ দফায় মালদা,মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। মালদা জেলার ইন্টারভিউ নেওয়ার তারিখ ধার্য করা হয়েছে ১১ ও ১২ মে। মুর্শিদাবাদ জেলার প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ ১৫,১৬ ও ১৭ মে ও উত্তর ২৪ পরগনা জেলার ইন্টারভিউয়ের তারিখ ২২,২৩ ও ২৪ শে মে। এর আগে গত ২৩ শে মার্চ প্রাথমিক শিক্ষা সংসদ কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে শেষ ছয় দফার (দশম থেকে পঞ্চদশ দফার) ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করা হয়েছিল।

(TET Certificate : চলতি মাসে মিলবে টেট সার্টিফিকেট,বড় ঘোষণা পর্ষদের)

আগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দশম দফায় ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল মালদা জেলার,একাদশ দফায় ১৯,২০ ও ২৪ এপ্রিল মুর্শিদাবাদ জেলার,দ্বাদশ দফায় উত্তর ২৪ পরগনা জেলার ২৫,২৬ ও ২৭ এপ্রিল,ত্রয়দোশ দফায় হুগলী জেলার ২৮ ও ২৯ শে এপ্রিল,চতুর্দশ দফায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ২,৩ ও ৪ মে ও পঞ্চদশ দফায় পুরুলিয়া জেলার ৬ ও ৮ মে ইন্টারভিউ নেওয়ার তারিখ ঠিক করা হয়েছিল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কেবলমাত্র দশম,একাদশ ও দ্বাদশ দফার ইন্টারভিউ নেওয়ার তারিখ পরিবর্তন করা হল,শেষ তিন দফার অর্থাৎ হাওড়া,উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলার ইন্টারভিউ নেওয়ার তারিখ অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ (WBBPE) আরও জানানো হয়েছে পরিবর্তিত সূচির ইন্টারভিউ প্রার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন করে কল লেটার ডাউনলোড করে নিতে বলা হয়েছে। এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন এপ্রিল মাসের মধ্যে ১২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় সরকার,যদিও এপ্রিল মাসের শুরু হয়ে গেলেও এখনও কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *