প্রকাশ করা হল Primary TET Result 2022;প্রথম দশে জায়গা করে নিলেন ১৭৭ জন।

Primary TET Result 2022

বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল টেট পরীক্ষার ফলাফল (Primary TET Result 2022)। শুক্রবার দুপুর ১ টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছিল। অতীতে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের পরেই প্রকাশ করা হবে টেটের ফলাফল। সেই মত চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করল পর্ষদ।

গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রাইমারি টেট (Primary TET ২০২২)। পরীক্ষা হওয়ার দুই মাসের মাথায় পরীক্ষার ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে টেটের ফল প্রকাশের ঘোষণা করেন। তিনি জানান ১১ ডিসেম্বর অনুষ্ঠিত টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন,টেট পরীক্ষা দিয়েছিলেন ৬ লাখ ২০ হাজার জন। এদের মধ্যে টেট ২০২২ উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৯১ জন। এর মধ্যে ৮১ হাজার ৭৭ জন পুরুষ ও ৬৯ হাজার ৮০৪ জন মহিলা। মোট পাশের হার ২৪.৩১ শতাংশ,যার মধ্যে পুরুষদের পাশের হার ৫৩.৮৭ শতাংশ ও মহিলাদের পাশের হার ৪৬.১২ শতাংশ। অন্যান্য পাশ করেছে ৬ জন।

(আরও পড়ুন : কবে পাওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট ? জানিয়ে দিল পর্ষদ)

পর্ষদ সভাপতি আরও জানান প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন মোট ১৭৭জন। টেট ২০২২ এ প্রথম হয়েছেন পূর্ব বর্ধমান জেলার ইনা সিং,প্রাপ্ত নম্বর ১৫০এর মধ্যে ১৩৩। দ্বিতীয় স্থানে আছেন চারজন,এরা হলেন পূর্ব বর্ধমান জেলার অদিতি মজুমদার,হুগলির মৌনিশা কুন্ডু,পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও ওই জেলারই আর এক পরীক্ষার্থী দীপিকা রায়,এদের সকলের প্রাপ্ত নম্বর ১৩২। তৃতীয় স্থানেও আছেন চার জন,এরা হলেন উত্তর ২৪ পরগনার মেহেদী হাসান,বাঁকুড়া জেলার প্রহ্লাদ মন্ডল,পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত ও পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী। এদের সকলের প্রাপ্ত নম্বর ১৩১।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *