Ramadan 2023 : সারা রমজান মাস জুড়ে মিলবে তাড়াতাড়ি ছুটি,নির্দেশকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

0
ramadan 2023 holidays

গত ২৪ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস(Ramadan 2023),যা চলবে একমাস ধরে। এই মাসে ভোর বেলা সাহরি খেয়ে রোজা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। সারাদিন খাদ্য পানাহার থেকে বিরত রেখে সন্ধ্যায় ইফতারের মধ্যে দিয়ে খাদ্য,পানীয় গ্রহন করে রোজা পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। রমজান মাসের চতুর্থ মধ্যে দিনে (সোমবার) রাজ্যের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক,শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের সুবিধার্থে নতুন নির্দেশকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ওই নির্দেশিকায় বলা হয়েছে রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক,শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা দুপুর সাড়ে তিনটের পর স্কুল থেকে ছুটি পাবেন। রাজ্যের পর্ষদ স্বীকৃত সকল স্কুলের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সকল শিক্ষক,শিক্ষিকা,অশিক্ষক কর্মীচারীকে পুরো রমজান মাস জুড়ে আগেভাগে বাড়ি পৌঁছানোর সুযোগ করে দিতে দুপুর সাড়ে তিনটের পর স্কুলের ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা করা হল। যদিও সরকারের পক্ষ থেকে রমজান মাসে ডিউটি টাইম কম করা হলেও ঈদের ছুটি নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ।

(Ramadan 2023 : পবিত্র রমজান মাস উপলক্ষে ৩০ দিন ছুটি স্কুল,কলেজ)

মুসলিম ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ। গোটা রমজান মাস জুড়ে রোজা বা সিয়াম পালনের পর আসে খুশির ঈদ। কিন্তু রাজ্যের মোট জনসংখ্যার ৩০ শতাংশ সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ঈদের ছুটি দেওয়া হয় মাত্র একদিন,গত বছর থেকে যা বাড়িয়ে দুই দিন করা হয়েছে। এছাড়া দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের আগের দিন অথবা পরের দিন রাখা হয় পরীক্ষার তারিখ। যা মুসলিম শিক্ষক,অশিক্ষক কর্মচারীদের চেয়ে মুসলিম ছাত্র ছাত্রীদের কাছে বেশি অসুবিধাজনক হয়ে ওঠে।

মুসলিম শিক্ষা সমাজের দাবি এ রাজ্যে যেখানে স্বল্পসংখ্যক হিন্দি ভাষীদের উৎসব ছট পুজোয় দুই দিন সরকারি ছুটি দেওয়া হয়,সেখানে রাজ্যের জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলিমদের প্রধান উৎসব ঈদে ছুটি বাড়িয়ে তিনদিন (ঈদের আগের দিন,ঈদের দিন ও ঈদের পরের দিন) করা হোক। মুসলিমদের আর এক বড় উতসব বকরি ঈদেও সরকারি ছুটি দেওয়া হয় মাত্র একদিন,যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সদ্য সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে গোলাম রব্বানীকে সরিয়ে নিজে দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার রমজান মাসে ডিউটি টাইম কমানোর পর সংখ্যালঘু ছাত্র,ছাত্রী,সরকারি কর্মচারী,শিক্ষকদের কথা মাথায় রেখে ঈদের ছুটি বাড়িয়ে তিনদিন করা হয় কি না?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *