Madhyamik Result : চালু হল নম্বর যাচাই প্রক্রিয়া,জেনে নিন কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
চলতি মাসেই প্রকাশ পেতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তবে তা কবে প্রকাশ করা হবে তা এখনও নিশ্চিত করে জানায়নি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তবে জানা যাচ্ছে পর্ষদ কতৃক মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তিনটি সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে। সেই তারিখ তিনটি হল ১৫ মে,১৬ মে অথবা ১৭ মে। এই সংক্রান্ত প্রস্তাব শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে,যাতে অনুমোদন মিললেই প্রকাশ করা হবে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2023) প্রকাশিত হবে।
পর্ষদ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার কাজ। এখন শুরু হয়েছে অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া। যা গত শনিবার (২৯ শে এপ্রিল) বেলা ১১ টা থেকে শুরু হয়ে চলবে ১ লা মে মধ্যে রাত পর্যন্ত। ইতিমধ্যেই অনলাইনে নম্বর যাচাইয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে পর্ষদ। ওয়েবসাইটটি হল www.wbbsedata.com. এই ওয়েবসাইটের মাধ্যমে কেবলমাত্র প্রধান পরীক্ষকরাই লগ ইন করে নম্বর যাচাইয়ের কাজ করতে পারবেন।
(HS Syllbus : পড়ান হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,ডেটা সায়েন্স;বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ)
এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষায় অনলাইন মাধ্যমে নম্বর যাচাই প্রক্রিয়া চালু হল। অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চালু হওয়ায় প্রধান পরীক্ষকদের দায়িত্ব অনেকেটাই বেড়ে গেলো। এই পদ্ধতিতে পরীক্ষার্থীর কোন নম্বরে ভুল থাকে বা উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোন জায়গায় যথাযথ নম্বর প্রদান না করা হয় তবে তা সহজেই ধরা পড়বে।
বর্তমানে মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া পাঁচটি ধাপে সম্পন্ন করে পর্ষদ। বিগত বছরগুলোতে খাতা দেখার পাঁচটি ধাপই অফলাইনে সম্পন্ন করা হত কিন্তু চলতি বছর থেকে পাঁচটি ধাপের মধ্যে দুটি ধাপ অনলাইনে সম্পন্ন করার প্রক্রিয়া চালু করেছে পর্ষদ। তবে নম্বর যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান পরীক্ষকদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা না থাকলে তাদেরকে ভরসা করতে হবে অন্যের ইন্টারনেট অথবা সাইবার ক্যাফের উপর। সেক্ষেত্রে এই পদ্ধতিতে নম্বর যাচাই কতটা সুরক্ষিত উপায়ে সম্পন্ন করা যাবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে অনেকেই। যদিও এবিষয়ে কোন স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
এবছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারী শেষ হয়েছিল ৪ মার্চ। যদিও এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের বারের তুলনায় ৪ লাখ কমে যাওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।