Madhyamik Result 2023 : ফের মাধ্যমিকের রেজাল্টের তারিখ বদলাল মধ্যশিক্ষা পর্ষদ।
সম্ভাব্য সময়ের আগেই প্রকাশ করা হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Exam Result)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে সেইরকমই আভাস মিলছে। সাধারণত আদালতের নির্দেশ মেনে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে প্রকাশ করা হয় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারও নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
পর্ষদের তরফ থেকে জানা গেছে বর্তমানে মাধ্যমিকের খাতা দেখার কাজ সম্পূর্ণ। এখন চলছে উত্তরপত্র চেক করার কাজ। এবিষয়ে মধ্যেশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান মাধ্যমিক পরীক্ষার সকল খাতা দেখার কাজ সম্পূর্ণ। খাতা দেখার পর চলছে প্রসেসিং এর কাজ। মিলিয়ে দেখা হচ্ছে নম্বর,প্রতিটি উত্তরে ঠিকঠাক নম্বর দেওয়া হয়েছে কিনা তাও চেক করে দেখা হচ্ছে যাতে করে যাতে কোন ত্রুটি না থাকে। তিনি আরও জানান সব ঠিক থাকলে সামনের মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে মাধ্যমিকের রেজাল্ট। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। গত বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় জুন মাসের ৩ তারিখে।
(Summer Vacation : তীব্র দাবদাহে হঠাৎ ছুটি ঘোষণা স্কুলে, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকমহলে)
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারী,শেষ হয়েছিল ৪ মার্চ। এই বছর মাধ্যমিকে ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে যা গত বছরের তুলনায় প্রায় চার লাখ কম। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাঁস,অবাধে টোকাটুকি,মোবাইল নিয়ে প্রবেশ,ভাঙচুর ইত্যাদির মত অপ্রীতিকর ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়,পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয় পুলিশ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা।