Madhyamik Exam Rules : নয়া নিয়ম জারি;এবার থেকে পরীক্ষার্থীদের উপর নজর রাখবে পুলিশ।
আর কয়েকটি পরীক্ষা হলেই শেষ হবে এবারের মাধ্যমিক। এ বছর মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন ব্যবস্থা করেছে পর্ষদ,তবুও এড়ানো যায়নি প্রশ্নফাঁসের মত গুরুতর অভিযোগ। মাধ্যমিকের (Madhyamik Exam) প্রথম দিনের পরীক্ষা নিয়ে কোন অভিযোগ না উঠলেও দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষার দিন শুরু হয় প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক। রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিন পাতার ইংরেজি প্রশ্নপত্র টুইট করে জানান পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবারের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র। যদিও এই ঘটনাকে অন্তর্ঘাত বলে দাবি করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান অতি শীঘ্রই অপরাধীকে চিহ্নিত করা হবে,প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যে মালদা জেলা থেকে হয়েছে তা জানা গেছে বলে জানান পর্ষদ সভাপতি। সেইসঙ্গে বাকি পরীক্ষাগুলিতে প্রশ্নফাঁসের মত অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষার মাঝামাঝি সময়ে এসে ফের নতুন করে নির্দেশিকা জারি করে পর্ষদ।
(আরও পড়ুন : আজ থেকে শুরু Madhyamik Exam 2023;দেখে নিন কি কি পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ)
দেখে নিন পর্ষদ কতৃক প্রকাশিত নতুন নির্দেশিকা :
- এর আগের পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের সময় উপস্থিত থাকতেন শিক্ষকরা কিন্তু এবার থেকে পরীক্ষার হলের দরজায় উপস্থিত থাকবে পুলিশ। তারা পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করছে কিনা তা নজর রাখবে।
- পর্ষদের নয়া নির্দেশিকা অনুযায়ী যে সকল পরীক্ষার্থী অসুস্থতা বা অন্য কোন কারণে আলাদাভাবে কোন কক্ষে বা হাসপাতাল বা কোন স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে তাদের উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- পরীক্ষার হলে নজরদারি চালানোতে যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য পরীক্ষার হলের সব জানলা খুলে রাখতে হবে বলে নয়া নির্দেশিকাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
- কোন অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে পারবেন না কোন অচেনা ব্যক্তি।
- পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ফোন নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন না। তাদেরকে ফোনগুলি নির্দিষ্ট জায়গায় জমা রেখে লগ বুকে লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পরীক্ষা শুরুর কয়েক মাস আগে থেকেই একের পর এক নির্দেশিকা জারি করে পর্ষদ। নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াতে ‘এলিক্সজাম’ নামে রিয়েল টাইম আপ লঞ্চ করে পর্ষদ। বাকি পরীক্ষার দিনগুলিতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নতুন করে নির্দেশিকা জারি করল পর্ষদ বলেই মনে করছে শিক্ষা মহল।