HS Admit Card 2023 : বদলে গেল উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার দিন।

উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

আগামী ১৪ ই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (Higher Secondary Exam 2023) যা শেষ হবে ২৭ মার্চ। তার আগে ১ লা মার্চ উচ্চ মাধ্যমিক (HS Admit Card 2023) ও একাদশ শ্রেণির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের ক্যাম্প করার কথা । কিন্তু ঐদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকায় অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে সার্টিফিকেট বিতরণের তারিখ বদলের কথা জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১ লা মার্চের বদলে অ্যাডমিট কার্ড,রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও প্রয়োজনীয় নথি বিতরণ ক্যাম্প করা হবে ৬ মার্চ। স্কুলের প্রধান শিক্ষকরা নির্দিষ্ট ক্যাম্পগুলোতে উপস্থিত হয়ে অ্যাডমিট কার্ড গুলি সংগ্রহ ছাত্রদের মধ্যে বিতরণের জন্য নিজ নিজ স্কুলে নিয়ে যাবেন।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদের সাগরদিঘী কেন্দ্রের উপনির্বাচন। পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবারের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ও উপনির্বাচনের তারিখ এক হয়ে যাওয়াই পরির্থীদের কথা ভেবে ২৭ ফেব্রুয়ারী ইতিহাস পরীক্ষার তারিখ বদলিয়ে ১ মার্চ করে মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই কারণেই ক্যাম্প করে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট দেওয়ার দিনে বদলিয়ে ১ মার্চের পরিবর্তে ৬ মার্চ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

(আরও পড়ুন : Madhyamik Routine 2023 : বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাসূচিতে বদলের কথা জানাল পর্ষদ)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৩ :

দিনবিষয়
১৪মার্চ (মঙ্গলবার )বাংলা(A),ইংরেজি(A),হিন্দি(A),নেপালি(A),উর্দু,সাঁওতালি,উড়িয়া,তেলেগু,গুজরাটি,পাঞ্জাবি।
১৬ মার্চ (বৃহস্পতিবার)ইংরেজি (B),বাংলা(B),হিন্দি(A) নেপালি(B),অল্টারনেটিভ ইংলিশ।
১৭ মার্চ (শুক্রবার) সকল ভোকেশনাল সাবজেক্ট।
১৮ মার্চ (শনিবার)বায়োলজিক্যাল সায়েন্স,পলিটিকাল সায়েন্স,বিজনেস স্টাডিস
২০ মার্চ (সোমবার)অংক,সাইকোলজি,অ্যানথ্রোপোলজি,ইতিহাস
২১ মার্চ (মঙ্গলবার) কম্পিউটার সাইন্স,মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন,মিউজিক,ভিজ্যুয়াল আর্ট,শারীর শিক্ষা,পরিবেশ বিজ্ঞান।
২২ মার্চ (বুধবার)দর্শন,সমাজ বিজ্ঞান,কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং
২৩ মার্চ ( বৃহস্পতিবারপদার্থ বিজ্ঞান,পুষ্টি বিজ্ঞান,এডুকেশন,অ্যাকাউন্টেন্সি।
২৪ মার্চ (শুক্রবার)অর্থনীতি
২৫ মার্চ (শনিবার)রসায়ন,সংস্কৃত,ফারসি, আরবি,ফরাসি,জার্নালিজম ও মাস কমিউনিকেশন
২৭ মার্চ (সোমবার)ভূগোল,স্টাস্টিসটিক্স,কস্টিং এন্ড ট্যাক্সশেশন,ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *