HS Exam 2023 : বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতি,নয়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

0
higher secondary exam guidelines

রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2023) চলবে ২৭ শে মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি চলবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে গত ২৭ ফেব্রুয়ারী ২০ দফার নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)।

দেখে নিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কতৃক জারি করা ২০ দফা নির্দেশিকা :

১) পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা কঠোর ভাবে নিষিদ্ধ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেন গেটে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থেকে নজরদারি চালাবেন। ভেনু সুপারভাইজার,সেন্টার সেক্রেটারি,সেন্টার ইন চার্জ ও সেন্টার সেক্রেটারি ব্যতীত অন্য কোন ব্যক্তি,শিক্ষক,অ-শিক্ষক কর্মচারী পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

২) পরীক্ষার্থীদের স্কুল থেকে এডমিট কার্ড বিতরণের সময়ই পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে সংসদ। যদি কোন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভেতর মোবাইল ফোন সমেত ধরা পড়ে তবে তার পরীক্ষা বাতিল করা হবে এর জন্য স্কুল কর্তৃপক্ষ কোন দায় নেবে না।

৩) পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোন শিক্ষক বা অ-শিক্ষক কর্মচারী পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না।

৪) যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষককে সেই কক্ষে গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না।

৫) ইতিমধ্যেই ২৩৫টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র (Sensitive Venue) রূপে চিহ্নিত করেছে সংসদ। ওই স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিনা তা জানতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে।

৬) প্রতিটি পরীক্ষা হলে দুজন করে শিক্ষককে পরীক্ষার গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হবে। তবে প্রশ্নপত্র বিতরণের আগে পরীক্ষার হলে কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন নেই তা আগেই নিশ্চিত করতে হবে,প্রয়োজনে পুনরায় কোন পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন আছে কিনা চেক করে দেখতে হবে। এছাড়াও পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় কোন অসৎ হয়ে অবলম্বন করছে কিনা তার দিকেও কঠোরভাবে নজর রাখতে হবে। নজরদারির ক্ষেত্রে কোন গাফিলতির অভিযোগ উঠলে সরকার গার্ড দেওয়ার দায়িত্বে থাকা শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

৭) উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের সুরক্ষা বাড়ানোর জন্য করা হবে ম্যানুয়াল ট্রাকিং। প্রতিটি মেন ভেন্যুতে ২ জন করে কাউন্সিল নমিনি ও সাব ভেন্যুতে ১ জন করে কাউন্সিল নমিনি উপস্থিত থাকবেন।

(আরও পড়ুন : Primary Education In West Bengal : কেন্দ্র সরকারের রিপোর্টে সারা দেশে প্রাথমিক শিক্ষায় প্রথম বাংলা)

৮) কোন পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর,টোকাটুকি,অসৎ উপায় অবলম্বনের অভিযোগ উঠলে স্থগিত রাখা হবে সেই স্কুলের ফলপ্রকাশ। এমনকি বাতিল হতে পারে ওই স্কুলের স্বীকৃতিও।

৯) প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজারকে দেওয়া হবে আইডি কার্ড। পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রশ্নপত্র সুরক্ষিত রাখার অন্যতম দায়িত্ব থাকবে ভেনু সুপারভাইজারের উপর। ভেনু সুপারভাইজারের ঘরটিকে রঙিন পোস্টার দিয়ে কনফিডেন্সিয়াল রুম হিসাবে চিহ্নিত করে রাখা হবে।

১০) উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ভেনু সুপারভাইজার প্রশ্নপত্র সংগ্রহ করে একজন কাউন্সিল নমিনি ও একজন পুলিশ কর্মীর উপস্থিতিতে প্রশ্নপত্র খুলবেন। এই সময়ে কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না মোবাইল।

১১) পরীক্ষার দিনে সকাল আটটা থেকে সব কেন্দ্রে কাউন্সিল নমনি উপস্থিত থাকবেন। তিনি ভেনু সুপারভাইজারকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার কাজে সহযোগিতা করবেন।

১২) কোন পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষা কক্ষে মোবাইল পাওয়া গেলে পরীক্ষার্থীর সেই পরীক্ষা বা অন্য সকল পরীক্ষা বাতিল করা হবে।

১৩) ভেনু সুপারভাইজারদের Examination Cofidential Format দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনি Examination Cofidential Format এ লিখে সংসদে পাঠাবেন।

১৪) পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরীক্ষার্থী টয়লেট যেতে পারবে না। ১২:৪৫ এর আগে কোন পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হতে পারবে না।

১৫) পরীক্ষার দিনগুলিতে ভেনু সুপারভাইজারের কক্ষে নিষেধ যাতায়াতে বিধি নিষেধ আরোপ করা হবে।

১৬) প্রত্যেক ভেনু সুপারভাইজার এর কাছে Question Distribution Format পাঠানো হয়েছে। ভেনু সুপারভাইজার প্রশ্নপত্রের সিল খুলে পৃথক পৃথক খামে ভরে পুনরায় সিল করে ইনভিজিলেটরকে দিয়ে Question Distribution Format এ সই করিয়ে প্রশ্নপত্র তুলে দেবেন এবং কোন ইনভিজিলেটর কোন হলে কোন বিষয়ের কটা প্রশ্ন পত্র নিয়ে গেলেন তা ভেনু সুপারভাইজার Question Distribution Format এ লিখে রাখবেন।

১৭) পাঁচটি ঘটনার ভিতর যে কোন একটি ঘটনা ঘটলেই ভেন্যু সুপারভাইজারকে তৎক্ষণাৎ আর এ (Reported Against) করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার গুলি হল

  • মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ।
  • অসৎ উপায় অবলম্বন ও টোকাটুকি।
  • ইনভিজিলেটর,শিক্ষক,শিক্ষিকা নিগৃহীত হলে।
  • পরীক্ষাকেন্দ্রের সম্পত্তি নষ্ট করলে।
  • উত্তরপত্র ছিড়ে ফেলা,বাড়িতে নিয়ে যাওয়া,উত্তরপত্রে অনৈতিক,অশালীন শব্দ লেখা।

১৮) কোন পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের আপ্রিতিকর ঘটনা ঘটলে ভেনু সুপারভাইজার ও ইনভিজিলেটর দায়ী থাকবে।

১৯) প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্র নিয়ে আসা ও নিয়ে যাওয়ার কাজে পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক।

২০) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই পরীক্ষার দায়িত্ব থাকা সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। সকলকে সংসদের পাঠানো নির্দেশ মোতাবেক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *