WB HS Exam Rules And Regulations 2023 : এই কাজ করলে বাতিল হবে উচ্চ মাধ্যমিক,জেনে নিন নিয়ম।
আজ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীদের কখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে,পরীক্ষা কেন্দ্রের ভিতর কি কি জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে,পরীক্ষা চলার সময় কি কি করা যাবে,কি করা যাবে না ইত্যাদি বিষয়ে নির্দেশিকা (HS Exam Rules And Guidelines 2023) দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস কুমার চ্যাটার্জী।
জেনে নিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা :
পরীক্ষার্থীদের প্রতিটি পরীক্ষায় সঙ্গে করে এডমিট কার্ড (Admit Card) ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) অবশ্যই নিয়ে যেতে হবে।
প্রতিটি পরীক্ষায় অবশ্যই অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (ASR) এ স্বাক্ষর করতে হবে।
পরীক্ষা প্রথম দিনে অর্থাৎ অর্থাৎ ১৪ই মার্চ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। বাকি পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিজের সিটে বসতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় পেন,কালি,পেন্সিল,রাবার,ইন্সট্রুমেন্ট বক্স ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে পারবে।
(HS Exam Routine 2023 : ১৪ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক,দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন)
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা সময় শেষ হওয়ার পর উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে জমা করতে হবে। কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই উত্তরপত্র জমা করতে চায় তবুও ১২ টা ৪৫ এর আগে উত্তরপত্র জমা করতে পারবে না।
পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে কোন পরীক্ষার্থীকে টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ১ ঘন্টা পরে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষার হলের বেঞ্চে রেখে টয়লেটে যেতে পারবে।
পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল,ইলেকট্রনিক্স গ্যাজেট,স্মার্ট ওয়াচ নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ,যদি কোন পরীক্ষার্থী নিয়ম লঙ্ঘন করে তবে তার পরীক্ষা বাতিল করা হবে।
পরীক্ষার্থীরা কেবলমাত্র ত্রিকোণমিতি,লগ,এক্সপোনেন্সিয়াল ফাংশন নির্ণয়ের বৈশিষ্ট্যযুক্ত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
কোন অভিভাবককে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
(HS Exam 2023 : বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতি,নয়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের)
পরীক্ষার হলে অন্য কোন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলা,কোন জিনিস চাওয়া যাবে না।
কোন পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রের নিয়ম অমান্য করে,অসুদপায় অবলম্বন করে তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। স্থগিত রাখা হতে পারে ওই পরীক্ষার্থীর রেজাল্ট,বাতিল করা হতে পারে রেজিস্ট্রেশন যাতে করে আর কোনদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না।