WB Higher Secondary Exam 2023 : উচ্চ মাধ্যমিকে বাড়ল খাতা দেখার পারিশ্রমিক,যাতায়াত খরচ।
রাজ্যজুড়ে এখন চলছে পরীক্ষার মরসুম। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা,এরপর সামনের ১৪ ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Higher Secondary Exam 2023)। তারপর একে একে সম্পন্ন হবে জয়েন্ট এন্ট্রান্স,কলেজ,ইউনিভার্সিটির পরীক্ষাগুলি। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র দেখার দায়িত্ব বর্তায় শিক্ষকদের উপর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর। শিক্ষকদের দাবি মেনে নিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পারিশ্রমিক বাড়ায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এবার সেই পথে হেটে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে খাতা দেখার জন্য প্রাপ্য পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। খাতা দেখার পারিশ্রমিকের পাশাপাশি বাড়ানো হয়েছে পরিবহন খরচ (টিএ) এবং স্ক্রুটিনির (Scrutiny) পারিশ্রমিকও।
বুধবার (৮ মার্চ) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে পারিশ্রমিক বাড়ানোর খবর জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে সংসদ সচিব তাপসকুমার মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান পরীক্ষক,পরীক্ষক,নম্বর পরীক্ষক (স্ক্রুটিনিয়ার) ও ক্যাম্প কোঅর্ডিনেটরদের পারিশ্রমিক ও যাতায়াত বাবদ ভাতা এই বছর থেকে বাড়ানো হবে।
(HS Exam 2023 : বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতি,নয়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের)
আগে প্রতিটি খাতা দেখার দরুন পরীক্ষকেরা ৫ টাকা করে পেতেন। এবছর থেকে তা ১ টাকা করে বাড়ানো হল,যার ফল স্বরূপ প্রতিটি উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য মিলবে ৬ টাকা করে। রেজাল্ট বের হবার পর যদি কোন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়ে খাতা রিভিউ বা স্ক্রুটিনি (PPS/PPR) করার জন্য আবেদন করে তাহলে প্রতি খাতা দেখার জন্য ৬ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে আগে যা ছিল ৫ টাকা। প্রত্যেক খাতার স্ক্রুটিনি (Scrutiny) করার জন্য ১ টাকা ৫০ পয়সা করে দেওয়া হবে,আগে দেওয়া হত ১ টাকা করে। প্রধান পরীক্ষকদের একবার যাতায়তের জন্য টিএ (T.A.) বাবদ আগে ২০০ টাকা করে দেওয়া হত,চলতি বছরে যা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। পরীক্ষকদের ও স্ক্রুটিনিয়ারদের একবার যাতায়তের জন্য টিএ বা যাতায়াত বাবদ খরচ (Travelling Allowance) খরচ বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে (দূরত্ব অনুযায়ী),আগে ছিল ২৫ টাকা থেকে ১০৫ টাকার মধ্যে। ক্যাম্প কো-অর্ডিনেটরদের জন্য বরাদ্দ ১৫০০ টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। ক্যাম্প কো-অর্ডিনেটরদের টিএ খরচ দেওয়া হবে ১০০ টাকা,আগে দেওয়া হত ৫০ টাকা করে। মূল্যবৃদ্ধির বাজারে পারিশ্রমিক ও টিএ বৃদ্ধি কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।