HS Exam 2023 : কাল শুরু উচ্চ মাধ্যমিক ২০২৩,ফের নয়া নির্দেশকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কাল অর্থাৎ ১৪ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হতে চলেছে পরীক্ষা (HS Exam 2023),চলবে ২৭ শে মার্চ (সোমবার) পর্যন্ত। প্রশ্নফাঁস,টুকলি,পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলাসহ যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই ২০ দফার কড়া নির্দেশিকা আগেই জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)।
এবার পরীক্ষা শুরুর মুখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখা ও পরীক্ষা কেন্দ্রে জমা দেওয়া সংক্রান্ত নয়া নির্দেশকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে নতুন পদ্ধতি। নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রেই পরীক্ষা দিতে হবে। নয়া এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপা থাকবে। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র লিখতে হবে এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর,পরবর্তী দুই পৃষ্ঠা নির্দিষ্ট করা থাকছে এসএকিউ (SAQ) প্রশ্নের উত্তর লেখার জন্য। পরীক্ষার্থীদের নির্দিষ্ট বক্সের মধ্যে সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে হবে। কোন প্রশ্নের উত্তর বাড়িয়ে লেখা যাবে না কেবলমাত্র যেটুকু জানতে চাওয়া হয়েছে সেই টুকুই লিখতে হবে। পরীক্ষার্থীরা চাইলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নমুনা উত্তরপত্র দেখে নিতে পারবে।
(HS Exam 2023 : বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতি,নয়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২০ দফার নির্দেশিকা জারি করেছিল। ওই নির্দেশিকা অনুযায়ী কোন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইলসহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে,ওই পরীক্ষার্থী আর কোন দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ রুখতে পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর(RFD),মেটাল ডিটেক্টর দিয়ে চলবে নজরদারি।
পর্ষদ ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সুবিধার্থে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলির লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবছর মোট ২৩৪৯ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ২০৬ টি কেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে,যেখানে বিশেষ নজরদারি চালানো হবে। ভিড় এড়াতে পূর্ব রেলের তরফ থেকে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ ঘোষণা করা হয়েছে।
(HS Exam Routine 2023 : ১৪ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক,দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন)
উচ্চমাধ্যমিকের সঙ্গেই চলবে একাদশ শ্রেণির পরীক্ষা। যে সকল স্কুলে একাদশ শ্রেণি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে সেই সকল স্কুলের পরীক্ষা চলাকালীন অন্যান্য শ্রেণীর পঠন পাঠন বন্ধ রাখা হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ৫২ হাজার জন,গতবারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। এবারের উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। পরীক্ষা শুরু হবে বেলা ১০ টায়, শেষ হবে বেলা ১ বেজে ১৫ মিনিটে।