HS Exam Result 2023 : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরোবে ? জেনে নিন।

0
Higher Secondary Examination Result Date 2023

আজ ২৭ শে মার্চ (সোমবার) শেষ হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2023),তারই মধ্যে জানা গেল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। শেষ দিন ছিল স্ট্যাটিসটিক্স,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা।

এবারের ব্যাচের উচ্চ মাধ্যমিক ছিল পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা কারণ দুবছর আগে অর্থাৎ ২০২১ সালে করোনার জন্য অনুষ্ঠিত হয়নি সেই বছরের মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে ছাত্র ছাত্রীদের কথা ভেবে অন্যান্য বারের তুলনায় এবারের প্রশ্ন তুলনামূলক সহজ রাখার পরিকল্পনা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে জানান ‘২০২১ সালে করোনার জন্য অনুষ্ঠিত হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরের বছর করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় হোম সেন্টারে। সেই কারণে এবারে সুষ্ঠ ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল।’

(WB HS Exam Rules And Regulations 2023 : এই কাজ করলে বাতিল হবে উচ্চ মাধ্যমিক,জেনে নিন নিয়ম)

এবছর দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড়সড় কোন অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি,ঘটেনি প্রশ্ন ফাঁসের ঘটনাও। জানা গেছে এবছর মোট ১২ জন পরীক্ষার্থীকে আরএ করা হয়েছে,পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল ফোন সমেত ধরা পড়েছে ৫ জন পরীক্ষার্থী। ৮৪ জন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে,১৬১ জন পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে অতিরিক্ত সময়। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে ১০ জুনের মধ্যে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Exam Result Date 2023)।

আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাসে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং (Machine Learning)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,মেশিন লার্নিং,ডেটা সাইন্সের মতো নিত্য নতুন বিষয়গুলি উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য ইতিমধ্যে আট সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার,যাতে অন্যতম সদস্য হিসাবে আছে আছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৫ হাজার জন,মাধ্যমিকের তুলনায় বেশী। সারা রাজ্য জুড়ে ২৩৪৯ টি কেন্দ্রে ৬০ টি বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের সঙ্গেই চলছিল একাদশ শ্রেণীর পরীক্ষাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *