WBCS 2020 Final Result : অবশেষে প্রকাশিত হল ফলাফল,জেনে নিন কাট অফ মার্কস কত হল ?

wbcs 2020 final result

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো WBCS 2020 পরীক্ষার ফলাফল। ০২/০২/২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের WBCS (ডাব্লুবিসিএস ২০২০) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

তবে কেবলমাত্র WBCS Group A ও WBCS Group B পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে,Group C ও Group D পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই Group C ও Group D পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
WBCS Group A তে মোট ৭৭ জন সুযোগ পেয়েছে ও Group B তে মোট ২৪ জন সুযোগ পেয়েছে। Group A তে সুযোগ পাওয়া ৭৭ জনের মধ্যে WBCS EXE (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)) তে সুযোগ পেয়েছে ৩০ জন, WBRE (ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস) এ সুযোগ পেয়েছে ৩৪ জন,WBCOS (ওয়েস্ট বেঙ্গল কো- অপারেটিভ সার্ভিস ) এ ৫ জন ও WBES (ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসে) ৮ জন সুযোগ পেয়েছে। Group B তে সুযোগ পেয়েছে ২৪ জন। WBCS 2020 পরীক্ষায় প্রথম হয়েছে অনিরুদ্ধ মন্ডল।

২০২০ সালের WBCS Preliminary Exam (ডাবলুবিসিএস প্রিলিমিনারী পরীক্ষা ২০২০) অনুষ্ঠিত হয়েছিল ৯ ফেব্রুয়ারী,২০২১। WBCS Mains Exam (ডাবলুবিসিএস মেনস পরীক্ষা ২০২০) হয়েছিল২০২১ সালের ২৭,২৮,২৯,৩০ আগস্ট। ২ রা ফেব্রুয়ারী ২০২৩ তারিখে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হল।

(আরও পড়ুন : ওয়েসিস স্কলারশিপ : ১৪০০০ টাকা দিচ্ছে সরকার,তাড়াতাড়ি আবেদন করুন)

WBCS 2023 রেজাল্ট চেক করার পদ্ধতি :

  • পাবলিক সার্ভিস কমিশনের অফসিয়াল ওয়েবসাইটে wbpsc.gov.in আসতে হবে।
  • উপরের মেনুতে Advertisement/Announcement এ ক্লিক করে Announcement এ ক্লিক করতে হবে।
  • ০২/০২/২০২৩ তারিখে প্রকাশিত দুটি আলাদা আলাদা PDF (Sl. No 1 ও Sl. No 2) ডাউনলোড করলেই WBCS 2020 Final Merit List দেখা যাবে। Sl. No 1 পিডিএফটি ডাউনলোড করলে WBCS Group A Final Merit List ও Sl. No 2 পিডিএফটি ডাউনলোড করলে WBCS Group B Final Merit List জানা যাবে।

ডাব্লুবিসিএস 2020 গ্রুপ এ কাট অফ মার্কস :

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন Final Merit List এর সাথে দুটি গ্রুপের কাট অফ মার্কসও প্রকাশ করেছে।

ডাব্লুবিসিএস 2020 গ্রুপ-এ কাট অফ মার্কস (WBCS 2020 Group A Cut Off Marks) :

CategoryMarks
UR1117.00
OBC(A)1073.67
OBC(B)1082.00
SC998.00
ST909.67
SC(LD&CP)909.33
PH(VH)950.00
PH(HI)882.33

ডাব্লুবিসিএস 2020 গ্রুপ-বি কাট অফ মার্কস (WBCS 2020 Group B Cut Off Marks) :

CategoryMarks
UR1113.00
OBC(A)1144.67
OBC(B)1075.34
SC1022.33
ST946.00

WBCS 2020 Group A Final Result PDF Download: CLICK HERE

WBCS 2020 Group B Final Result PDF Download: CLICK HERE

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইট : VISIT HERE

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *