WBCS Syllabus Change : আমুল বদলে যাবে ডব্লিউবিসিএসের সিলেবাস ? কি কি বদল হতে পারে ?
রাজ্যে সরকারি আমলা হতে চাওয়া সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। বদলে যেতে পারে ডব্লিউবিসিএসের সিলেবাস। কেন্দ্র সরকারের ইউপিএসসি (UPSC ) পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে হতে পারে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে। কারণ হিসাবে জানা যাচ্ছে রাজ্যের অনেক পরীক্ষার্থী ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে ইউপিএসসি পরীক্ষারও প্রস্তুতি নিতে চান,কিন্তূ দুটো পরীক্ষার সিলেবাসে বিস্তর ফারাক থাকায় তারা অসুবিধার সম্মুখীন হন। কারণ ডব্লিউবিসিএস পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ (MCQ) ধরণের প্রশ্নের উপর,সেখানে ইউপিএসসি পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের রচনাধর্মী (Descriptive) প্রশ্নের উত্তর লিখতে হয়।
(WBSC 2023 : প্রকাশিত হল ফর্ম ফিল আপের তারিখ,জেনে নিন বিস্তারিত)
জানা যাচ্ছে এ বিষয়ে সোমবার (৬ মার্চ) বিধানসভায় রাজ্যের চাকরির নিয়োগ সংক্রান্ত মন্ত্রীসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই মন্ত্রীসভার বৈঠকে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ইউপিএসসির ধাচে (Pattern) করা হবে বলে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। এমনিতেই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সর্বভারতীয় স্তরের ইউপিএসসি পরীক্ষায় উপস্থিতি অনেক কম। সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস বদল হলে রাজ্যের ছেলেমেয়েদের ইউপিএসসি পরীক্ষায় পাশের হার বাড়বে বলেই মনে করছে বাংলার শিক্ষা মহল। তবে এই পরিবর্তিত সিলেবাসে নতুন কি যুক্ত হবে,কি বাদ যাবে,কবে থেকে লাগু করা হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
গত মাস থেকে শুরু হয়েছে ডাবলুবিসিএস ২০২৩ এর ফর্ম ফিলআপ। ডাবলুবিসিএস ২০২৩ ফর্ম ফিল আপের গুরুত্বপূর্ণ তারিখগুলি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন (PSC)। পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ডাবলুবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারী,চলবে ২১ শে মার্চ বেলা ৩ টে অবধি। তার আগে গত ২ ফেব্রুয়ারী প্রকাশ করা হয়েছে ডাবলুবিসিএস ২০২০ সালের ফলাফল। তবে ২০২৩ সালের ও ডাবলুবিসিএস পরীক্ষা হবে চলতি সিলেবাসের উপর ভিত্তি করে, এ নিয়ে পরীক্ষার্থীদের চিন্তা করার কোন কারণ নেই। একটা ডাবলুবিসিএস পরীক্ষা তিনটি ধাপ (প্রিলিমিনারী,মেইন,ইন্টারভিউ) সম্পূর্ণ হয়ে রেজাল্ট বেরোতে লেগে যায় প্রায় আড়াই থেকে তিন বছর,যা পরীক্ষার্থীদের কাছে বিড়ম্বনার কারণ,অন্য দিকে ইউপিএসসি পরীক্ষার তিনটি ধাপ (প্রিলিমিনারী,মেইন,ইন্টারভিউ) সম্পূর্ণ করে রেজাল্ট বেরোতে সময় নেয় মাত্র একবছর। সিলেবাস পরিবর্তনের সাথে সাথে ফর্ম ফিলআপ থেকে রেজাল্ট বেরোনোর সময়সীমা কমিয়ে এনে ইউপিএসসি পরীক্ষার মত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করার ব্যবস্থা করা হলে পরীক্ষার্থীরা অনেকটা দুশ্চিন্তামুক্ত হতে পারবে।