WB ICDS Supervisor Result : প্রকাশিত হল ২০১৯ সালের রেজাল্ট;কত জন সুযোগ পেল ? কাট অফ মার্কস কত হল ?

ICDS Supervisor Result 2019

অবশেষে প্রকাশিত হল ২০১৯ সালের ICDS Supervisor পদের রেজাল্ট । ০৩/০২/২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করেছে। মোট ২৯৩১ জন উত্তীর্ণ হয়েছে। মেরিট লিস্টে উত্তীর্ণ প্রার্থীদের নাম,সিরিয়াল নম্বর,রোল নম্বর,ক্যাটাগরি,কাট অফ মার্কস প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। এই মেরিট লিস্টে নাম থাকা সকল প্রার্থী রাজ্যে সরকারের আইসিডিএস সুপারভাইজার পদে নিযুক্ত হবেন। নিচে ক্লিক করে ডাউনলোড করে নিন PDF.

ICDS এর ফুল ফর্ম হল Integrated Child Development Service (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস)।রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে ঠিকঠাকভাবে সকল কাজ যেমন ০-৬ বছর বয়সের শিশুদের শরীর স্বাস্থ্য,খাবার দেওয়া,রান্নার তদারকি,গর্ভবতী মা ও তাদের শিশুদের স্বাস্থ্য ইত্যাদি তদারকি করে থাকেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনিরা। ICDS Supervisor এর কাজ হল তাদের দায়িত্বে থাকা সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা,কোন দিদিমনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে কোন সমস্যার সম্মুখীন হলে তা সুরাহা করা,এলাকার বাড়িগুলিতে সঠিকভাবে পরিষেবা পৌঁছাচ্ছে কিনা ইত্যাদি দেখা। ফিল্ড ভিসিটএ গিয়ে সার্ভে করা ও সেই সার্ভে রিপোর্ট CDPO কে সাবমিট করা। বাচ্চাদের প্রি প্রাইমারি স্তরে সঠিক ভাবে পাড়াশোনা শেখানো হচ্ছে কি না ইত্যাদি দেখা একজন ICDS Supervisor এর দায়িত্বের মধ্যে পড়ে।

এই পদের জন্য কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এই এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোন শাখায় স্নাতক হতে হবে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে,ওবিসি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে,এস টি ও এস সি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়। ১)প্রিলিমিনারী (MCQ টাইপ : ১০০)নম্বরের ২)মেনস (Descriptive টাইপ :৪০০ নম্বরের ৩)ইন্টারভিউ : ৫০ নম্বরের । প্রিলিমিনারী পরীক্ষায় পাশ করলে প্রার্থীরা মেনস পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই পদের বেতন হয় চাকরি করার একবছরের মধ্যে আনুমানিক ৩০ হাজার টাকা।

WB ICDS Supervisor Final Result 2019 চেক করার পদ্ধতি :

  • পাবলিক সার্ভিস কমিশনের অফসিয়াল ওয়েবসাইটে wbpsc.gov.in আসতে হবে।
  • উপরের মেনুতে Advertisement/Announcement এ ক্লিক করে Announcement এ ক্লিক করতে হবে।
  • ০৩/০২/২০২৩ তারিখে প্রকাশিত নোটিশ: LIST OF CANDIDATES RECOMMENDED FOR APPOINTMENT TO THE POST OF ICDS SUPERVISOR (FEMALE ONLY) UNDER WOMEN & CHILD DEVELOPMENT & SOCIAL WELFARE DEPARTMENT, GOVT. OF W.B. ON THE BASIS OF THE RESULTS OF ICDS SUPERVISOR (FEMALE ONLY) RECRUITMENT EXAMINATION, 2019. (ADVT. NO. 08/2019) নোটিশ পিডিএফ ডাউনলোড করে মেরিট লিস্ট দেখা যাবে।

(আরও পড়ুন : WBCS 2020 Final Result : অবশেষে প্রকাশিত হল ফলাফল,জেনে নিন কাট অফ মার্কস কত হল ?)

আইসিডিএস সুপারভাইজার কাট অফ মার্কস (WB ICDS Supervisor Cut-Off Marks) :

CategoryMarks
UR289
OBC(A)248
OBC(B)276
SC250
ST201
MSP180
PH (VH)213
PH(HI)180
PH(OH)224

ICDS Supervisor Result PDF Download: CLICK HERE

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *