WBSC 2023 : প্রকাশিত হল ফর্ম ফিল আপের তারিখ,জেনে নিন বিস্তারিত।

0
wbcs 2023 form fill up notification

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল ডব্লিউবিসিএস ২০২৩ (WBCS 2023)এর ফর্ম ফিল আপের তারিখ। ২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল ফর্ম ফিল আপ করার যাবতীয় গুরুত্বপূর্ণ তারিখ। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডব্লিউবিসিএস ২০২৩ এর ফর্ম পূরণ শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারী থেকে। আবেদনে করার শেষ তারিখ ২১ শে মার্চ বেলা ৩ তে অবধি। আবেদন করা যাবে কেবলমাত্র পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

আবেদন করার আগে পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (One Time Registration WBPSC) সম্পূর্ণ করে নিতে হবে,যারা আগে থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে রেখেছে তারা লগইন করে ফর্ম ফিল আপ করবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ফর্ম ফিল আপের পর টাকা পেমেন্ট করার শেষ তারিখও। অনলাইনে (ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড ইত্যাদি) টাকা পেমেন্ট করার শেষ তারিখ ২১ শে মার্চ বেলা ৩ টে। অফলাইনে ব্যাঙ্ক চালানের মাধ্যমে পেমেন্ট করার শেষ তারিখ ২২ শে মার্চ। আবেদনের পর আবেদনকারীর যদি কোন তথ্য পরিবর্তন করতে চান তবে সেই সুযোগও থাকছে। ৩১ শে মার্চ থেকে ৬ এপ্রিল বেলা ৩ টের মধ্যে লগ ইন করে পরীক্ষার্থীরা নিজেদের তথ্য পুনরায় সঠিক ভাবে সাবমিট করার সুযোগ পাবেন। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য (যেমন বয়স,যোগ্যতা,বেতন,ফর্ম ফিল আপ ফি ইত্যাদি) জানা যাবে। অনুমান করা হচ্ছে এবছর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মে-জুন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে।

(আরও পড়ুন : WBCS 2020 Final Result : অবশেষে প্রকাশিত হল ফলাফল,জেনে নিন কাট অফ মার্কস কত হল ?)

গত ২ ফেব্রুয়ারী প্রকাশ করা হয়েছে ২০২০ সালের ডব্লিউবিসিএস পরীক্ষার ফলাফল। ২০২০ সালের ডব্লিউবিসিএস পরীক্ষার পরীক্ষায় গ্রুপ এ তে উত্তীর্ণ হয়েছেন ৭৭ জন, গ্রুপ বি তে উত্তীর্ণ হয়েছেন ২৪ জন। ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে রাজ্য স্তরে সিভিল সার্ভিস,পুলিশ বিভাগ,রেভিনিউ সার্ভিস ইত্যাদি উচ্চ পদে নিয়োগ করা হয়। এই পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারী,মেইন ও ইন্টারভিউ। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মেইন পরীক্ষা ও ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়। মেইন পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট প্রকাশিত হয়। প্রিলিমিনারী পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ হয় না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি : Visit Here

অফিসিয়াল ওয়েবসাইট : wbpsc.gov.in

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *