ফোনের ব্রাইটনেস 

সর্বদা চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস কম রাখার। কারণ ব্রাইটনেস অধিক  থাকলে ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি ফুরিয়ে যায়।

ফোনের ভাইব্রেসন অফ রাখুন

রিংটোনের বদলে অনেকেই ফোন ভাইব্রেসন মোডে রাখে এতে ব্যাটারি বেশি ফুরিয়ে যায়। তাই সর্বদা ভাইব্রেসন মড অফ রাখার চেষ্টা করুন।

অ্যাপ কম রাখুন

ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। শুধু মাত্র প্রয়োজনীয় অ্যাপ গুলি রাখুন। বাকি গুলোকে আন ইন্সটল করে রাখুন। 

ফোনে পাওয়ার সেভিং মোড চালু রাখুন

অ্যানড্রয়েড ফোনের 'পাওয়ার সেভিং মোড' বলে একটা অপশন থাকে এটি ফোনের ব্যাটারিকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে ব্যাটারি  বেশি সময় ধরে চলে।

একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার 

অনেকেই ফোন ব্যবহারের সময় একসঙ্গে একাধিক অ্যাপ  ব্যবহার করে। যার ফলে ফোনের ব্যাটারি দ্রুত গতিতে শেষ হয়ে যায়। তাই একাধিক অ্যাপ ব্যবহার করবেন না।

 হোম স্ক্রীনে সাধারন থিম ব্যবহার করুন 

ফোনের হোম স্ক্রিনে সাধারন ওয়াল পেপার ব্যবহার করুন। হাই গ্রাফিক্স যুক্ত থিম লাগালে ব্যাটারি তুলনামুলক ভাবে বেশি খরচ হয়।

আরও খবর জানতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।