আর করা যাবে না বিলে গরমিল,স্বাস্থ্য সাথী বীমার টাকা সুরক্ষিত রাখতে আনা হল নয়া নিয়ম।

swasthya sathi card

রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হাসপাতালের বিরুদ্ধে রোগীদের অভিযোগ নিত্যদিনের। কখনো ওঠে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ বা আবার কখনো ওঠে স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi Card) চিকিৎসা পরিষেবা না নেওয়ার অভিযোগ। এছাড়াও বেশ কিছুদিন ধরে আরো একটি মারাত্মক অভিযোগ উঠে আসছিল হাসপাতাল ও নার্সিংহোম গুলির বিরুদ্ধে। বেশ কিছু ক্ষেত্রে হাসপাতালগুলি রোগীদের বোকা বানিয়ে চিকিৎসা সম্পূর্ণ না করে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi Prakalpa) খাতে প্রাপ্য বীমার টাকা কেটে নিচ্ছিল। যার ফলস্বরূপ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন রোগী ও রোগীর পরিবারবর্গ। রোগীর প্রাপ্য স্বাস্থ্য বীমা খাতের ৫ লক্ষ টাকা সঠিক চিকিৎসা ছাড়াই খরচ হয়ে যাচ্ছিল এবং হাসপাতাল গুলি সঠিক চিকিৎসা পরিষেবা না দিয়েও পুরো চিকিৎসা পরিষেবার টাকা কেটে নিচ্ছিল। এইসব অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হাসপাতাল গুলিকে কড়া গাইডলাইন দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।

( আরও পড়ুন : মোবাইলে ডাউনলোড করে নিন আপনার গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট;জেনে নিন লিস্ট না দেখালে কি করবেন। )

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নতুন গাইড লাইন :

  • স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত নতুন গাইড লাইনে জানানো হয়েছে রোগীর অপারেশন সম্পূর্ণ না হলে অপারেশনের পুরো টাকা দাবি করতে পারবে না হাসপাতালগুলি,রোগীর চিকিৎসা বাবদ মোট খরচের কেবল ৫০ শতাংশ টাকা স্বাস্থ্য সাথী বীমার টাকা থেকে নেওয়া যাবে।
  • হাসপাতালগুলি রোগীর অপারেশন করতে গিয়ে যদি ওই হাসপাতালে অপারেশন না হয় তবে স্বাস্থ্য সাথী বীমার টাকা থেকে অপারেশনের মোট প্যাকেজের ৩৫ শতাংশ ক্লেম করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।
  • অপারেশন সফল না হলে পুরো টাকা ক্লেম করতে পারবেনা হাসপাতাল গুলি,কেবলমাত্র অপারেশনের ৫০ শতাংশ টাকা ক্লেম করা যাবে।
  • রোগীর অপারেশন সফল না হলে মোট অপারেশন প্যাকেজের ৩০ শতাংশ টাকা পাবে হাসপাতাল গুলি।
  • অপারেশন পূর্বেই রোগীর মৃত্যু হলে কেবল ২৫ শতাংশ টাকা পাবে হাসপাতালগুলি।
  • এনজিওপ্লাস্টি অথবা প্রস্তেথিস ব্যার্থ হলে হাসপাতাল কেবল স্টেন্ট এর টাকা ও মোট প্যাকেজের ৩০ শতাংশ পাবে।

( উপরে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনটি সংক্ষেপে দেওয়া হল। বিশদে জানতে নিচে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন )

আরও বিশদে জানুন অফিসিয়াল নোটিফিকেশন থেকে : READ HERE

অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *