Centralised Online Portal : এবার থেকে এক ওয়েবসাইটে হবে কলেজ,বিশ্ববিদ্যালয়ের ভর্তি।

0
college admission portal west bengal

প্রতি বছর কয়েক লাখ ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিকের গন্ডি টপকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে কলেজে ভর্তি (College Admission) হওয়ার তোর জোড় শুরু করে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীদের অন্যতম মাথাব্যাথার কারণ পছন্দমত বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়া। বর্তমানে পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু থাকলেও পড়ুয়াদের আলাদা আলাদা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির ফর্ম ফিল আপ করতে হত,আলাদা আলাদা ভাবে চেক করতে হয় ভর্তির লিস্ট। তাছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সুবিধা চালু না থাকলে ছাত্রছাত্রীদের দাঁড়াতে হত দীর্ঘ লাইনে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে আর সেই সমস্যার সস্মুখীন হতে হবে না পড়ুয়াদের। ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা ভেবে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে এবার থেকে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি প্রক্রিয়া একটি পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করা যাবে। এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হলে ছাত্র-ছাত্রীরা একটি ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে আবেদন জানাতে পারবেন। গত বছর অর্থাৎ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া সহজ করার জন্য অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু করার কথা চিন্তা ভাবনা করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ,কিন্তু রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে উপযুক্ত প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবে সেই পরিকল্পনা বাতিল করে দপ্তর।

(আরও পড়ুন : কাল শুরু Madhyamik Exam,তার আগেই জানা গেল রেজাল্টের দিন।)

একক কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই ১০ সদস্যের কমিটিও তৈরী করা হয়ে গিয়েছে,যারা উচ্চ শিক্ষা সংসদের অধিকারিকদের সাথে একযোগে কাজ করবেন। এই পোর্টালটি তৈরী করেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তবে রাজ্যের কিছু সংখ্যালঘু প্রতিষ্ঠান,মেডিক্যাল কলেজ,স্বশাসিত কলেজ,ল কলেজ (Law College),বেসরকারি কলেজ সহ বেশ কিছু কলেজের ভর্তি প্রক্রিয়া এই পোর্টালের বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক,শেষ হবে ২৭মার্চ,অনুমান করা হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে মে মাসের শেষ অথবা জুনের প্রথম সপ্তাহে। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *