Madrasah Service Commission Teacher Recruitment : ১৭২৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো মাদ্রাসা সার্ভিস কমিশন।
বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasah Service Commission) শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে রাজ্যের মাদ্রাসা গুলিতে ১৭২৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৬১২টি মাদ্রসা আছে। এই সমস্ত মাদ্রাসা গুলিকে বহু বছরে ধরে নিয়োগ হয়নি। শিক্ষকরা অবসর,বদলি নেওয়ার ফলে প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। এই সমস্ত শূন্যপদ গুলিকে পূরণ করতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নবম,দশম,একাদশ ও দ্বাদশ এই চারটি শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষক নিয়োগ করা হবে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১২ মে বিকাল চারটে থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে চালু হয়ে যাবে আবেদন প্রক্রিয়া যা চলবে ১২ জুন রাত ১২ টার আগে পর্যন্ত। মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC) অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এখানেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হবে।
(CRPF Recruitment 2023 : নব্বই হাজার বেতনে সিআরপিএফে নিয়োগ;জানুন বিস্তারিত)
বিগত ২৭ এপ্রিল ২০২৩ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে শিক্ষক নিয়োগের নিয়মে একাধিক রদবদল করা হয়েছে।
শিক্ষক নিয়োগ পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হবে। যেখানে ৯০ নম্বর লিখিত এবং ১০ নম্বরের মৌখিক থাকবে। আপাতত কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এই পরীক্ষায়। তবে পরবর্তী সময়ে নেগেটিভ মার্কিং চালু হতে পারে জানা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এই ১০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হলেই নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। তবে পরীক্ষা কবে হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন ধার্য হয়নি।
২০১৪ সালের পর থেকে রাজ্যে মাদ্রাসা কমিশনের নিয়োগ বন্ধ আছে। এই নিয়ে চাকরি প্রার্থীরা অনেকবার আন্দোলন করেছে। রাজ্যের অনেক মাদ্রাসা শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় একাধিক ঘটনা সামনে এসেছে। তাই এবারের নিয়োগ সুষ্ঠ ভাবে হবে বলে আশা করা হচ্ছে।