West Bengal bs6 Vehicles Registration : রেজিস্ট্রেশন বন্ধের ঘোষণা করল পরিবহন দপ্তর,জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গের ব্যস্ততম শহর হচ্ছে কলকাতা আর এই শহরে যানবাহনের সংখ্যাও অত্যধিক হারে বেড়ে গেছে বিগত কিছু বছরে। এই গাড়ির চাপের ফলে শহরের দূষণও বেড়ে চলেছে দিনের পর দিন। এর মধ্যে আবার অনেক গাড়ি আছে যে গুলি বহু পুরোনো কিন্তু তা সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন অনেকে। আবার অনেকেই এমন আছেন যাদের গাড়ির কাগজ ঠিক নেই। তাই গাড়ি ও দূষণ নিয়ন্ত্রণে ১ এপ্রিল থেকে কলকাতা ও হাওড়ায় শুধু মাত্র বিএস৬ (BS6 Vehicles) গাড়িকে রেজিস্ট্রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পরিবহন দপ্তর। দুই ধরনের নম্বর প্লেট গাড়ির জন্য এই নিয়ম চালু করা হয়েছে ১) বাণিজ্যিক গাড়ি ২) ব্যক্তিগত গাড়ি। এই বিষয়ের কঠোর নিয়ম জারি করতে বলা হয়েছে জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে।
(আরও পড়ুন : ১ এপ্রিল থেকে বাতিল হচ্ছে এই গাড়ি গুলি; জেনে নিন সরকারের নতুন নিয়ম)
এই বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে এখনও অব্দি কলকাতা ও হাওড়ায় বিএস৬ এর নিচে যে সমস্ত গাড়ি চলাচল করছে সে গুলিকে খুব শীঘ্রই বন্ধ করা হবে। এই নির্দেশিকা আপাতত শুধু মাত্র কলকাতা ও হাওড়ায় চলাচলরত গাড়িগুলোর ক্ষেত্রে লাগু করা হয়েছে। রাজ্যের অন্য জেলার ক্ষেত্রে কবে এই নিয়ম লাগু হবে সেই বিষয়ে এখনও অব্দি কিছু স্পষ্ট নয়। তবে কলকাতা ও হাওড়ায় বিশেষ কিছু জায়গায় যেমন এসপ্ল্যানেড,বাসস্ট্যান্ড,হাওড়া স্টেশন,হাওড়া ব্রিজ এই সমস্ত গুরুত্ত্বপূর্ণ রুট গুলিতে বিএস৬ গাড়ি চালানো অত্যাবশ্যক বলে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। বিএস৬ এর নিচে যদি কেউ গাড়ি চালায় তাহলে সরকারের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।
কলকাতা শহরের দূষণ কমাতে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের গাড়ি বাদ দিয়ে ইলেকট্রিক গাড়ির উপরে জোর দিচ্ছে। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই শহরে অনেক গুলি ইলেকট্রিক বাসও চালু করেছে সরকার। এছাড়াও ইলেকট্রিক গাড়ি ব্যবহারে সুবিধার জন্য শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন বসানোর কাজ শুরু করার কথা চিন্তা করা হচ্ছে। আর যে সমস্ত বাস গুলি রাজ্যের বাইরে থেকে আসবে তাদের জন্য বিএস৬ অত্যাবশ্যক না হলেও বিএস৪ থাকতেই হবে বলে নির্দেশিকায় জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর। এর আগে ১৫ বছরের পুরোনো সমস্ত গাড়িকে বাতিল করার নির্দেশ আগেই দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।