World Pi day 2023 : কি কারনে পালন করা হয় পাই দিবস ?
প্রতি বছর ১৪ই মার্চ তারিখে সারা বিশ্ব জুড়েই পালন করা হয় বিশ্ব পাই দিবস (World Pi Day 2023)। গাণিতিক ধ্রুবক পাই এর মান হল ৩.১৪। সেই হিসেবে ইংরেজি ক্যালেন্ডারের তৃতীয় মাস মার্চের ১৪ তারিখে পাই দিবস পালন করা হয়। আবার ১৪ মার্চ তারিখে দুপুর ১ টা বেজে ৫৯ মিনিটে পালন করা হয় পাই মিনিট (Pi Minute) হিসাবে,আবার ওই দিনের ১ টা বেজে ৫৯ মিনিট ২৬ সেকেন্ড উদযাপন করা হয় পাই সেকেন্ড (Pi Second) হিসাবে। কারণ পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) সঙ্গে সাজুয্য রেখে মাস,দিন,মিনিট ও সেকেন্ড হিসাব করে পাই দিবস পালন করা হয়।
পাই দিবস (International Pi Day) প্রথম উদযাপন শুরু হয় ১৯৮৮ সালে আমেরিকায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের একটি সায়েন্স জাদুঘরের আধিকারিক ল্যারি শ প্রথম পাই দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। ওই দিন সায়েন্স জাদুঘরের বৃত্তাকার স্থানে সকল কর্মকর্তা,কর্মচারী,আগত দর্শনার্থীরা মিলে পাই (কেক) খেয়ে দিনটি উদযাপন করে। ল্যারি শ প্রথম উদ্যোগী হয়ে পাই দিবস উদযাপন শুরু করেন বলে তাকে ‘পাই এর রাজপুত্র’ নামে ডাকা হয়। এই দিনটিকে আন্তর্জাতিক গনিত দিবস হিসাবেও পালন করা হয়।(International Day of Mathematics 2023)
(Train Last Bogie x Symbol : কেন থাকে ট্রেনের শেষ কামরায় এই চিহ্ন ? টুইট করে জানাল রেল)
পাই এর গুরুত্ব গাণিতিক জগতে অপরিসীম। পাই (PI) হল একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। পাই এর প্রচলন প্রথম শুরু হয় ১৭০৬ সালে। গণিতজ্ঞ লিওনার্দো ইউলারের হাত ধরে পাই জনপ্রিয়তা অর্জন করে। জ্যামিতির পরিভাষায় একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হল পাই। একটি বৃত্তের ব্যাস যা হবে,সেটিকে সর্বদা উক্ত বৃত্তের পরিধি দিয়ে ভাগ করলে পাই এর মান আসবে। পাই দিবসে কলেজ,বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে কেক কেটে,আলোচনা সভা করে পালিত হয়।
কাকতালীয় ভাবে ১৪ মার্চ বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন (Birthday Of Albert Einstein) ও আরেক বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর মৃত্যুদিন (Stephen Hawking Death Date)।