Aadhaar Pan Link : লিঙ্কের সময় বাড়বে ? লিঙ্ক না করালে বিপদ ? আগেভাগে জেনে নিন।
সামনের ৩১ শে মার্চের মধ্যে করাতে হবে প্যান আধার লিঙ্ক (Aadhaar Card Pan Card Link)। কারণ ১লা এপ্রিল থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে অচল হয়ে যাবে আপনার প্যান কার্ডটি। যার ফলে পরবর্তীতে আয়কর জমা থেকে শুরু করে ব্যাংকের যে কোন কাজে সম্যসায় পড়তে পারেন আপনি। যদিও অনেকে মনে করছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়ানো হতে প্যান-আধার লিঙ্কের সময়সীমা,তবে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ।
যদিও এর আগে বেশ কয়েকবার প্যান-আধার লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করেছে ভারত সরকারের অধীনে থাকা সেন্ট্রালবোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)। গত বছরের ৩১ মার্চ,২০২২ তারিখ পর্যন্ত বিনামূল্যে প্যান আধার লিঙ্ক করার সময়সীমা ধার্য করে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। তারপরে লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩০ শে জুন,২০২২ করা হয়,যদিও এই সময়ের মধ্যে কার্ড লিঙ্ক করার জন্য ৫০০ টাকা লেট ফাইন ধার্য করা হয়। জুলাই মাস থেকে প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩১ শে মার্চ,২০২৩ পর্যন্ত করা হয়,লেট ফাইন ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১০০০ টাকা করা হয়। মনে করা হচ্ছে ৩১ শে মার্চের পর প্যান-আধার সংযুক্তিকরণের তারিখ ফের বাড়ানোর দিকে পথে নাও হাটতে পারে সরকার।
(Voter Card Aadhaar Card Link : বাড়ল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়)
প্যান কার্ড ও আধার কার্ড বর্তমান সময়ে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যে কোন সরকারি কাজে প্যান ও আধারের প্রয়োজন পড়ে। সেক্ষত্রে হয়রানি এড়াতে আগেভাগে করে নিন আপনার প্যান-আধার লিঙ্ক।
জেনে নিন ৩১ শে মার্চের আগে যদি প্যান-আধর লিঙ্ক না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে :
- আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
- ইনকাম ট্যাক্স জমা করা যাবে না।
- ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা মিলবে না।
- শেয়ার বাজারে লেনদেন বন্ধ হয়ে যাবে।
- পঞ্চাশ হাজার বা তার বেশি টাকা তোলা যাবে না।
- কেওয়াসি ডকুমেন্ট জমা করার ক্ষেত্রে বাড়বে সমস্যা।
- যে সকল কাজে প্যান কার্ড বাধ্যতামূলক সেই সব জায়গায় বাড়বে অসুবিধা।
কিভাবে চেক করবেন আপনার প্যান-আধার লিঙ্ক আছে কি না (Aadhaar Pan Link Status Check Online):
- প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
- হোমপেজে লিঙ্ক আধার স্ট্যাটাস অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে।
- নতুন পেজে সঠিকভাবে প্যান কার্ড ও আধার কার্ডের নম্বর দিয়ে View Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।